- ১। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ পুস্তক বই আলোচনা পর্যালোচনা সমালোচনা বিবরণী পরিচিতিগুলো প্রধানত উদ্যোক্তা কর্তৃক লিখিত।
- ২। যে লেখাগুলো উদ্যোক্তা কর্তৃক লিখিত নয়, সেখানে আলোচকের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ থাকবে।
- ৩। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত ছবিগুলোর আকার ও মান নিম্নমানের মনে হতে পারে। ওয়েবসাইট লোড হবার সময় কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে।
- ৪। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত কোন লেখার শতভাগ ত্রুটিহীনতার কোনরকম নিশ্চয়তা দেয়া সম্ভব না। অর্থাৎ এখানে প্রকাশিত লেখাগুলোতে ভুল বানান, ভুল বাক্যগঠন, ভুল সাল, ভুল নাম, ভুল ঠিকানা ইত্যাদি বিভ্রান্তিকর তথ্য অনবধানতাবশত থাকতে পারে। এমনকী 'ভুল' শব্দের বানান 'ভূল' লেখাও থাকতে পারে। মানবীয় বা যান্ত্রিক ত্রুটি, দুর্বলতা, সীমাবদ্ধতাসমূহকে সহনশীল দৃষ্টিতে বিবেচনা করার অনুরোধ রইল।
- ৫। কোন বই থেকে উদ্ধৃত করা (উর্ধ্বকমার মধ্যে থাকা) বাক্যের বানান বই লেখক, অনুবাদক, সম্পাদক, সংকলকের নিজস্ব; আর মূল আলোচনার বানান আলোচকের নিজস্ব, ফলে একটি নিবন্ধে দুইরকম বানান থাকতে পারে।
- ৬। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বানান, বাক্য, তথ্য ভুল বা অসম্পূর্ণ রাখা হয়েছে। পাঠকের মনোযোগ যাচাই করার জন্য এই কাজটি করা হয়েছে। পাঠকের চোখে কোন ভুল পড়ছে কি না তা জানতে চাই। আপনার পর্যবেক্ষণ মন্তব্য ঘরে লিখতে পারেন অথবা এই লিংকে থাকা ফরম ব্যবহার করে একান্তে জানাতে পারেন।
- ৭। এই ওয়েবসাইটে প্রকাশিত আলোচনা-সমালোচনা-পর্যালোচনা ও মন্তব্যের দায় সম্পূর্ণরূপে লেখক-আলোচক ও মন্তব্যকারীর। তাদের আলোচনা বা মন্তব্যের কোনোরকম অস্বাভাবিকতার জন্য ওয়েবসাইট পরিচালনা সংশ্লিষ্ট কাউকে দায়ী করা যাবে না।
- ৮। আমরা যেকোনো রচনা, প্রবন্ধ, নিবন্ধ, আলোচনা বা মন্তব্য কোন রকম পূর্বঘোষণা ও ব্যাখ্যা ছাড়াই প্রকাশ না করা অথবা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করি।
- ৯। মোবাইল ফোনে দ্রুত চালু হবার জন্য ওয়েবসাইটের মোবাইল ফোনের দৃশ্যমানতার সজ্জাশৈলী, রং, বৈশিষ্ট্য, সুবিধাবলী সীমিত রাখা হয়েছে। ওয়েবসাইটের বিভিন্নরকম বর্ণবৈচিত্র্য, কারিগরী সুবিধা, বিষয়সজ্জা ইত্যাদি উপভোগ করতে কম্পিউটারে ভ্রমণ করুন।
- ১০। কোন বই বা ম্যাগাজিন বা কোন লেখার আলোচনা করার জন্য আমরা লেখক বা প্রকাশকের নিকট থেকে পূর্বানুমতি নিতে বাধ্য নই। বস্তুত বিশ্বের কোথাও কোন সাহিত্যকীর্তির আলোচনা-সমালোচনা করার জন্য সাহিত্যকীর্তিটির লেখক বা প্রকাশকের নিকট থেকে পূর্বানুমতি নেয়ার উদাহরণ নেই। যদি কেউ তার বই বা প্রকাশিত সাহিত্যকীর্তিটির আলোচনা করতে দিতে ইচ্ছুক না থাকেন তাহলে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। কিংবা নিজেদের বইয়ের কোন একটি পৃষ্ঠায় তা স্পষ্টাক্ষরে উল্লেখ করুন।
- ১১। গ্রন্থগত' ওয়েবসাইটের লেখাগুলি উন্মুক্তভাবে ব্যবহারযোগ্য:
- অর্থাৎ, লেখাগুলো যে কোন মাধ্যমে পুনমুদ্রণ করা যাবে। কিন্তু কোনক্রমেই মূল লেখার কোন অংশের কোনরকম পরিবর্তন করা যাবে না এবং লেখার সুত্র হিসেবে 'গ্রন্থগত' ওয়েবসাইটের নাম (লিংক সহ) অবশ্যই উল্লেখ করতে হবে।
- ১২। 'গ্রন্থগত' ওয়েবসাইট সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
- ১৩। এর যাবতীয় ব্যয় উদ্যোক্তা পরিচালকের ব্যক্তিগত অর্থায়নে করা হচ্ছে।
- ১৪। উল্লেখ্য যে, 'গ্রন্থগত' ওয়েবসাইটের কার্যক্রম কোন সাহিত্য বিষয়ক সক্রিয়তা নয়। অতএব এই ওয়েবসাইটের রচনাগুলির কোন সাহিত্যিক মান অন্বেষণ আপনার ব্যক্তিগত পণ্ডশ্রম বলে বিবেচিত হবে।
- ১৫। আপনার কোন পরামর্শ, উপদেশ, মতামত থাকলে নিচের মন্তব্যঘর ব্যবহার করতে পারেন অথবা এই লিংকে থাকা ফরম ব্যবহার করে একান্তে জানাতে পারেন।
- ১৬। অস্থায়ীভাবে এই ওয়েবসাইট পরিচালিত হচ্ছে। যে কোন সময়, যে কোন অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কোনরকম পূর্বঘোষণা দিয়ে বা না দিয়েই এই ওয়েবসাইট সাময়িক বা স্থায়ীভাবে নিস্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন:
গ্রন্থগত ওয়েবসাইট প্রসঙ্গে সম্পাদকীয় মনোভঙ্গি
গ্রন্থগত ওয়েবসাইটে মন্তব্য করার নিয়ম
গ্রন্থগত ওয়েবসাইটে প্রকাশিত লেখা পুনঃপ্রকাশের নীতি
আরও কিছু জানতে বা জানাতে চিঠি লিখুন
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম