একাত্তরের দালালেরা- শফিক আহমেদ


একাত্তরের দালালেরা- শফিক আহমেদ
একাত্তরের দালালেরা
(দালাল আইনে অভিযুক্তদের তালিকা - ১ম খণ্ড)
শফিক আহমেদ


প্রথম প্রকাশিত হয়েছিল ফাল্গুন, ১৩৯৪ বঙ্গাব্দে। প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কাইয়ুম চৌধুরীর তীর্যক প্রচ্ছদের বইটির মূল্য ছিল মাত্র ৩৫ টাকা। সমকালের মুক্তিযুদ্ধ সচেতন জনগোষ্ঠীর কাছে বইটির গুরুত্ব অনেক। পাকিস্তানী হানাদাররা ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রিতে যে ভয়ানক হামলা শুরু করেছিল, তাতে বাংলাদেশের রাজাকাররা আনন্দিত হয়েছিল। তারা পাকিস্তানীদের পক্ষে থেকে বাঙালিদের প্রাণের দাবীকে অস্বীকার করেছিল। মুক্তিকামী বাঙালিদেরকে খুন ও বাঙালি মা বোনদেরকে ধর্ষণ-হত্যার নেশায় পাকিস্তানীদের সহযোগী হয়েছিল। জামায়াতে ইসলামী ছিল পাকিস্তানীদের পক্ষের সবচেয়ে বড় সহযোগী। স্বাধীনতার পরপর প্রায় ৩৫ হাজার রাজাকারের বিরুদ্ধে মামলা হয়েছিল। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাধারণ ক্ষমার ঘোষণায় এর মধ্যে প্রায় ২৪ হাজার মুক্তি পেয়ে যায়। কিন্তু প্রায় ১১ হাজার এর বিরুদ্ধে মামলা তুলে নেয়া হয়নি।

বর্তমানে দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু রাজাকার-আলবদর এবং যারা বাংলাদেশের বিপক্ষে থেকে পাকিস্তানের পক্ষে ছিল তাদের কোন তালিকা নেই। এই বইয়ের লেখক শফিক আহমেদ সেই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে চেয়েছেন। প্রায় ৬০০ জন রাজাকার আলবদরদের তালিকা রয়েছে এই বইটিতে। এই বইটি প্রথম খণ্ড। পরবর্তী খণ্ডগুলো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে আর বের হয়নি। মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা বিতর্কে এই বইটি অনেক তথ্য প্রদান করবে। বইটির পুনঃপ্রকাশ কামনা করি।

মতামত:_

0 মন্তব্যসমূহ