আমার বন্ধুরা যা দেখতে পায় আমাকে তা দেখতে দাও- প্যাট্রিসিয়া সঙ্কসেন, ব্লানচ্ স্টিফ


আমার বন্ধুরা যা দেখতে পায় আমাকে তা দেখতে দাও- প্যাট্রিসিয়া সঙ্কসেন, ব্লানচ্ স্টিফ
"আমার বন্ধুরা যা দেখতে পায় আমাকে তা দেখতে দাও" মন খারাপ করে দেয়ার মত বই। লিখেছেন প্যাট্রিসিয়া সঙ্কসেন, ব্লানচ্ স্টিফ এবং চিত্রাঙ্কনে ব্লানচ্ স্টিফ।

যে শিশুরা একেবারে দৃষ্টিহীন তাদের জীবন বিকাশের পথে কিভাবে গাইড করতে হবে সে বিষয়ে সম্যক ধারণা তথা বর্ণনা দেয়া আছে এই বইতে। এই ধরণের শিশুরা বড় হওয়ার পথে অনেক রকম বাধাবিঘ্নের মুখোমুখি হয়। অসচেতন পরিবার বা সমাজে এই শিশুদেরকে বোঝা মনে করা হয়। কিন্তু সচেতন সমাজের চিন্তা ভিন্নরূপ। দৃষ্টিহীন শিশুরা যাতে আত্মবিশ্বাস অর্জন করে, নিজের সাধারণ কাজগুলো নিজে নিজে করতে পারে তার জন্য অভিভাবক বা শিক্ষককে যে ধরণের কর্মদক্ষতা বা আচরণ করতে হয় তার সচিত্র বর্ণনা এই বইতে রয়েছে।

ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, লন্ডন - এর সাথে সংযুক্ত ডা: প্যাট্রিসিয়া সঙ্কসেন ও তার সহযোগী ব্লান্চ স্পিফ দীর্ঘ গবেষণা শেষে এই বইটি রচনা করেছেন। দৃষ্টিহীন শিশুদের দৃষ্টির উন্নতি করাই তাদের লক্ষ্য। মা-বাবা বা শিক্ষকদের জন্য একটি অপরিহার্য গাইড হিসেবে বইটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে।

তবে আবেগপ্রবণ পাঠকদের এই বই পড়তে আমি অনুৎসাহিত করবো। কারণ যে চিত্রগুলো ব্যবহার করা হয়েছে তা এতটাই মর্মস্পর্শী যে অনেকের বুক ভেঙ্গে কান্না আসতে পারে। ছোট ছোট অন্ধ শিশুদের অসহায়ত্ব যে কতটা করুণ তা মা-বাবা ছাড়া অন্য কারো অনুধাবন করা সত্যিই কঠিন।

সূচীপত্রে যা রয়েছে তা নিম্নরূপ:-
  • শিশু বিকাশে সহায়ক পরামর্শ
  • নিজের, অন্যদের ও পৃথিবী সম্পর্কে সচেতনতা
  • পূর্বাবস্থা সম্পর্কে অবগত
  • নিজেকে জানা
  • মুঠি করে ধরা
  • হাতের পরিচালনা
  • প্রাথমিক শারীরিক পরিচালনা
  • প্রতিদিনের কাজকর্ম থেকে শেখা
  • পৃথিবীকে বুঝতে শেখা
  • অন্যান্য ইন্দ্রিয়ানুভূতি বোঝা
  • আত্মরক্ষার প্রক্রিয়া
  • চোখের বদলে হাত: দেখা ও খোঁজা
  • একাধিক জিনিসের মধ্যে সম্পর্ক
  • ভাববিনিময় ও কথা
  • হাতের সূক্ষ্ম কাজ - নাড়াচাড়া করা এবং ছেড়ে দেয়া
  • কারণ ও ফলাফল
  • যে সব খেলনা ও কার্যক্রম হাতের সূক্ষ্মকাজ করতে অনুপ্রাণিত করে এবং কারণ ও ফলের ধারণা পেতে সাহায্য করে।
  • পার্থক্য নির্ণয় করার জন্য হাতের ব্যবহার
  • সর্বোত্তম দৃষ্টিশক্তি বিকাশপ্রাপ্তির ব্যাপারে ধারণাসমূহ
  • শিশু বিকাশ বিষয়ক ধারণা
  • কি করে চক্ষুবিশেষজ্ঞ দৃষ্টি শক্তিকে সাহায্য করে
  • বিকাশ ও শিক্ষার জন্য শিশুর যতটুকু দৃষ্টি আছে তার সর্বোত্তম ব্যবহারের ধ্যানধারণা
  • বিকাশ বিষয়ক ধ্যানধারণা
  • কম দৃষ্টি শক্তির জন্য সাহায্য
  • দৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু
  • শেখার অসুবিধা
  • শারীরিক প্রতিবন্ধিত্ব/ সেরিব্রাল পালসি
  • বধিরতা
বইয়ের গ্রন্থস্বত্ব: শিশু বিকাশ কেন্দ্র, চাইল্ড ডেভেলপমেন্ট ও নিউরোলজী ইউনিট, ঢাকা শিশু হাসপাতাল।

প্রকাশ করেছে: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

মূল বইয়েরর নাম: SHOW ME WHAT MY FRIENDS CAN SEE

প্রকাশ কাল: ১৯৯১

বাংলা সংস্করণের প্রকাশ কাল: ২০০১

ISBN: 984 05 0236 0

মতামত:_

0 মন্তব্যসমূহ