গ্রন্থগত ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, আলোচনা, সমালোচনা, প্রবন্ধ ইত্যাদি নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আপনি যেকোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করতে পারবেন।
- মৌখিক বা লিখিত কোনোরকম পূর্বানুমতি নিতে হবে না। অবাণিজ্যিক উদ্দেশ্যে যেকোনো সময় যেকোনো লেখা আপনি কপি করে নিতে পারবেন অথবা ফেসবুক, টুইটার, ইমেইল বা যেকোনো সোশাল সাইটে শেয়ার করতে পারবেন।
- মূল লেখায় কোনোরকম পরিবর্তন করা যাবেনা। শিরোনাম এবং আলোচনার মধ্যে থাকা বাক্য বা একটি শব্দকেও পাল্টানো যাবেনা। কোন ভুল থাকলে আলাদাভাবে উল্লেখ করুন অথবা আমাদেরকে জানিয়ে সংশোধন করুন।
- কোনো লেখার মূল আলোচকের নাম মুছে ফেলা বা পরিবর্তন করা যাবেনা।
- যে মাধ্যমেই প্রকাশ করুন না কেন, অবশ্যই 'গ্রন্থগত' ওয়েবসাইটে প্রকাশিত লেখাটির লিংক 'সূত্র' হিসেবে উল্লেখ করতে হবে।
- এই ওয়েবসাইটের যে আলোচনাটি আপনি পুনঃপ্রকাশ করেছেন, তার মন্তব্যঘরে পুনঃপ্রকাশের বিষয়টি পূর্ণাঙ্গ তথ্যসহ (কোথায়, কোন মাধ্যমে, কত তারিখে) জানালে আনন্দিত হব। আমরা আপনার দেয়া লিংক অনুসরণ করে সেখানে গিয়ে ধন্যবাদ জানাবো এবং আমাদের সাইটের সেই আলোচনাটির মন্তব্যঘরে আপনার প্রশংসা করবো।
2 মন্তব্যসমূহ
স্যার বাংলা বানান বিচিন্তা বইটা কেথায় পাব।
উত্তরমুছুনদুঃখিত! জানা নেই।
মুছুনমার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম