শিল্প-সাহিত্যে নগ্নতা যৌনতা অশ্লীলতা
ফয়জুল লতিফ চৌধুরী
প্রকাশকঃ দিব্যপ্রকাশ, ঢাকা।
প্রকাশকালঃ ২০০৩
পৃষ্ঠাঃ ২৪৮
মূল্যঃ ৩০০/
ISBN: 9844830057
সাহিত্যে বিভিন্ন প্রসঙ্গেক্রমে নগ্নতা বা যৌনতা এসে যায়। লেখকের নিজগুণে তা কখনও পায় শিল্পীত রূপ, কখনও বা তা পর্যবসিত হয় নিছক উত্তেজক বর্ণনায়। এইসব বিবিধ বিষয়ক লেখা সংগ্রহ করে তা গ্রন্থবদ্ধ করেছেন ফয়জুল লতিফ চৌধুরী তার শিল্প-সাহিত্যে নগ্নতা যৌনতা অশ্লীলতা গ্রন্থে। ভুমিকার এক জায়গায় সম্পাদক বলেছেন -
যৌনতা মানবজীবনের অতি গুরুত্বপূর্ণ একটি আঙ্গিক। কেবল লম্পট বা কামুক নয়, অতি স্বাভাবিক মানুষের মনোজগতেরও অনেকটা জুড়ে যৌনতার প্রভাবশালী অধিক্ষেত্র। তাই মেনে নিতে হবে যে, নিছক যৌনতা নিয়েও গল্প-উপন্যাস রচিত হতে পারে। হতে পারে কেন, হওয়া উচিত। হয়েছেও। কিন্তু এ ক্ষেত্রে দক্ষ শিল্পীর দায়িত্ব হলো তাকে যৌনসাহিত্যে পর্যবসিত হতে না-দেয়া, সতর্কতার সঙ্গে তাকে শিল্পোত্তীর্ণ করা।
সংকলকের উদ্দেশ্য অনুধাবন কঠিন নয়। তিনি শুধু অশ্লীল বা এ সম্পর্কিত রচনাগুলোকে চিহ্নিত করতে চান নি, বরং সাহিত্যে তার প্রভাব বা পরিণতি বিষয়েও কিছু দিক নির্দেশনা দিতে চেয়েছেন। সাহিত্যে যৌনতা কিভাবে এসেছে, কতটুকু এসেছে, বা কতটুকুই বা আসা উচিত ইত্যাদি বিষয়ে একাধিক লেখকের মূল্যবান লেখা তিনি গ্রন্থমধ্যে সংকলিত করেছেন। এ প্রসঙ্গে বলেছেন:-
এ-গ্রন্থের রচনাগুলো গত প্রায় একশত বছরে বিভিন্ন সময়ে লেখা। শুধুমাত্র এই গ্রন্থটির কথা ভেবে যাঁরা লিখেছেন তারা হলেন হাসান আজিজুল হক, আবদুল মান্নান সৈয়দ, তপনজ্যোতি বড়ুয়া, মেখলা বন্দ্যোপাধ্যায় এবং ফয়জুল লতিফ চৌধুরী।
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। কিন্তু এর ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ২০০৩ সালের জানুয়ারি মাসে আবার একটি মুদ্রণ ঘটে।
গ্রন্থটির সূচিপত্র নিম্নরূপ:-
- ভূমিকা
- সাহিত্য ও শালীনতা- হীরেন্দ্রনাথ দত্ত
- কাব্যে অশ্লীলতা-আলংকারিক মত- প্রমথ চৌধুরী
- শিল্পকলা: শ্লীল অশ্লীলের ভেদরেখা- জিয়াউল করিম
- সাহিত্যে শালীনতা- সরোজ আচার্য
- সাহিত্যে অশ্লীলতা- বিনয় ঘোষ
- নগ্ন ও উলঙ্গ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
- সাহিত্য ও অশ্লীলতা - ফারুক সিদ্দিকী
- সুনীতি ও সাহিত্য -জ্যোতির্ময় দত্ত
- সেক্স বনাম লাবণ্য - ডি. এইচ. লরেন্স
- 'লেডী চ্যাটার্লিজ লাভার' নিয়ে মামলা - গাজী শামছুর রহমান
- সাহিত্যে যৌনপ্রসঙ্গ ও বর্তমান সমাজ- আবু সয়ীদ আইয়ুব
- শ্লীল কী, অশ্লীল কী? - হাসান আজিজুল হক
- সত্য, শ্লীলতা ও আধুনিকতা - শিবনারায়ণ রায়
- সাহিত্যে অশ্লীল - রাধাকমল মুখোপাধ্যায়
- সাহিত্য ও যৌনতা- তপনজ্যোতি বড়ুয়া
- প্রসঙ্গ: সাহিত্যে অশ্লীলতা- আবু তাহের মজুমদার
- অশ্লীল- সুনীল গঙ্গোপাধ্যায়
- 'অশ্লীলতার শব্দ মোরা আগে শুনি নাই' উনিশ শতকের বাংলায় 'অশ্লীলতা'র স্বরূপ নির্ণয় - সুমন্ত বন্দ্যোপাধ্যায়
- পাঁচটি তলোয়ারে হৃদয় খান খান- আবদুল মান্নান সৈয়দ
- সাহিত্যে শ্লীলতা- অশ্লীলতা -সৈয়দ মনজুরুল ইসলাম
- অমর্ত্য সেনের বিশ্লেষণে সাহিত্যে অশ্লীলতা, ব্যক্তি-রুচি ও অধিকার- ফয়জুল লতিফ চৌধুরী
- বাংলা উপন্যা প্রেম, যৌনতা, বিকার ও উত্তরণ চিত্র- ভাস্বতি সমাদ্দার
- বাংলা সাহিত্যে সমকাম প্রসঙ্গ- ফয়জুল লতিফ চৌধুরী
- সাহিত্যে অশ্লীলতা প্রসঙ্গে অরুন্ধতি রায়ের গড্ অব স্মল থিংস- মেখলা বন্দ্যোপাধ্যায়
সাহিত্যে যৌনতা বিষয়ে শৈল্পিক দৃষ্টিভঙ্গির এ ধরণের আরও বই প্রকাশিত হওয়া প্রয়োজন। তাহলে বিভিন্ন সাহিত্যদর্শন ও আলোচনাগুলো পাঠ করে সাধারণ মানুষ যৌনতা বিষয়ে কুসংস্কার থেকে মুক্ত হতে পারবে। নিজেরাই বুঝতে পারবে সাহিত্যের স্বরূপ ও মানবজীবনে যৌনতার ভূমিকা।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম