মাসুদ খানের প্রথম বই ‘পাখিতীর্থদিনে’৷ এটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে৷ নদী কর্তৃক প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছিলেন শিশির ভট্টাচার্য৷ প্রকাশের পরপরই ব্যাপকভাবে আলোচিত হয় এ বই৷
এ বই সম্পর্কে কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মন ‘মাসুদ খানের পাখিতীর্থদিনেঃ এক প্রত্ননিমগ্ন গভীর অন্তর্লোক’ শিরোনামের দীর্ঘ প্রবন্ধে লিখেছিলেন,
স্বকালের যাবতীয় মিথ্যাচার, প্রবঞ্চনা, অনৈতিকতা, অসঙ্গতি, সহিংসতা অর্থাৎ সার্বিক স্ববিরোধীতা মানুষের মানসলোকে আজ বেকেটের দুঃস্বপ্নগুলোকে মূর্ত করে তুলেছে। ফলে শিল্পজগতের সবখানেই প্রতিষ্ঠিত হয়েছে এক বিরান মরুভূমি। বাংলাদেশের কাব্যজগতও এই প্রভাবের বাইরে থাকতে পারেনি। আশির দশকের শেষাংশে এবং নব্বই দশকে এসে এই বন্ধ্যাত্বের কিঞ্চিত উপশম আমরা অনুভব করি। চারপাশের উষর কাব্যমাঠের মাঝে মাঝে কিছু মরুদ্যানসদৃশ সবুজ বাগান আমাদের দৃষ্টিগোচর হতে থাকে। এরকমই একটি তৃণভূমি সৃজন করেছেন মাসুদ খান তাঁর ‘পাখিতীর্থদিনে’ কাব্যগ্রন্থে।
=================
পাখিতীর্থদিনে
মাসুদ খান
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
উড়কি সংস্করণ ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশক
উড়কি, ঢাকা।
মূল্যঃ টাকা ৩০০.০০
ISBN: 978-984-34-5507-9
1 মন্তব্যসমূহ
আমার প্রিয় কবির এই বইটি এতদিন খুঁজছিলাম৷ পুনপ্রকাশের খবর জেনে ভালো লাগলো৷ সম্পাদককে ধন্যবাদ৷
উত্তরমুছুনমার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম