রাত্রির রঙ বিবাহ | অরবিন্দ চক্রবর্তী

রাত্রির রঙ বিবাহ | অরবিন্দ চক্রবর্তী

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশ হলো অরবিন্দ চক্রবর্তীর চতুর্থ কবিতার বই ‘রাত্রির রঙ বিবাহ’।

এই বই সম্পর্কে কবি সীমান্ত হেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,
এই সময়ের অন্যতম শক্তিমান কবি অরবিন্দ চক্রবর্তী৷ বন্ধু হিসেবে অরবিন্দ'র কাব্য প্রতিভা উপস্থাপন করা সহজ কাজ নয়। যিনি কবিতায় সময়ের চেয়ে এগিয়ে।
কবির বিগত কবিতার বইগুলো একেকটি পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠিত। আলাদা আলাদা কাব্য ভাষা, প্যাটার্ন চেঞ্জ, আলাদা স্ট্রাকচারে নতুন অরবিন্দকে খুঁজে পাই আমরা।

বইমেলায় বইটি পাওয়া যাবে বেহুলাবাংলার ১২৩–১২৪ নম্বর স্টলে৷ এছাড়া পাওয়া যাবে লিটলম্যাগাজিন চত্বর ‘মাদুলি’র ১২৪ নং স্টলে।
প্রচ্ছদ করেছেন শিল্পী শতাব্দী জাহিদ।
মূল্য: ১৭৫ টাকা।
প্রকাশক: বেহুলাবাংলা প্রকাশনী৷, ঢাকা।

মতামত:_

0 মন্তব্যসমূহ