বইমেলায় প্রকাশিত হয়েছে মুজিব ইরমের নতুন কবিতার বই ‘পাঠ্যবই’।
বইটি সম্বন্ধে মুজিব ইরম বলেন,
পাঠ্যবইকে যথারীতি আমি আমার ১৫তম ১ম বই বলতে চাই, কেনো না একটা বইই তো আমি লিখতে চাই জীবনভর। আউট বই লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিলো হচ্ছে না কিছুই। তাই এবার পাঠ্যবই লিখতে চেয়েছি। মন বলছে- এ-পুস্তক অপাঠ্য রবে না আর। একদিন পাতাগুলো ভরে যাবে গুণে, আগর চল্দনে।
পাঠ্যবই
মুজিব ইরম
বইটি বের করেছে চৈতন্য।
প্রচ্ছদ করেছেন শিল্পী সমর মজুমদার।
বাংলা একাডেমির বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে চৈতন্যের ৫৩৫-৫৩৬ নং স্টলে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম