তরুণ লেখক মামুন হুসাইন এর উপন্যাস৷
এই বইটি প্রসঙ্গে লেখক লিখেছেন,
…গপ্পো-উপন্যাসের শুরুতে ইতোপূর্বে কোনো বাক্যালাপ-কোনো কৈফিয়ত দিয়েছি—স্মরণে পড়ে না। নতুন সংস্করণে, বলতে দ্বিধা নেই, প্রধান উদ্যোক্তা উড়কি প্রকাশনা পর্ষদ, যেখানে অনেকেই আমাদের যুবাকালের, আমাদের পুরাকালের সহযাত্রী, বন্ধু ও সুহৃদ—যখন একদা আমাদের যোগাযোগের একমাত্র উপায় ছিল বিবিধ সংলাপ, কূটালাপ, প্রতিচিন্তা এবং দ্বিপাক্ষিক চুক্তি। বন্ধুত্বের এই রকমফের নিয়ে, আড়ভাবুকের মত তর্ক এড়িয়ে বলা যায়—আবারও দীর্ঘকাল পরে একত্রে পথ হাঁটার অবকাশ প্রতিষ্ঠা হল, আমাদের বিবিধ স্বরগ্রাম স্বরাজ্য খুঁজে পেল এই সুবাদে, ঢের স্বস্তিবাচন করা গেল এবং এই স্বরাজ্য, তথা প্রাচীন সেই আত্মীয়সভা অবশেষে বর্ধিত হল আমাদের স্বল্পায়ু-লোকপরিসর ও আচ্ছিন্ন-ইষৎবিচলিত নতুন এক চৌহদ্দি বরাবর। উড়কি পর্ষদের দীর্ঘদর্শী-সম্বোধি, আমার মত বাংলা ভাষার অধমাঙ্গ এক সেবাইতকে বাস্তুচ্যুত করেনি অদ্যাপি, অনীহ হয়নি, অবাচ্য করেনি সহসা—-এজন্য অযুত কৃতজ্ঞতা, ভালবাসা ও আনন্দ। …
নিক্রপলিস
মামুন হুসাইন
প্রচ্ছদ: মোশারফ খোকন
উড়কি সংস্করণ ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশক : উড়কি, ঢাকা।
১২০ পৃষ্ঠা পেপারব্যাক বইটির মূল্য ৪০০ টাকা৷
ISBN: 978-984-34-5502-4
বাংলা একাডেমির বইমেলায় স্টল নং ৬৩৯
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম