'ভাস্কর নভেরা আহমেদ আমাদের ধ্রুপদী শিল্পী। বাংলাদেশে ভাস্কর্য চর্চার শুরু নভেরার হাতেই। নভেরা প্রিমিটিভ ভাস্কর্য চর্চা করেননি। আধুনিক ভাস্কর্যের অর্গল খুলেছেন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি তাঁর সময়কে অতিক্রম করেছিলেন। '
সাখাওয়াত টিপু রচিত এই বইয়ে ভাস্কর নভেরাকে নিয়ে নানান পারস্পেক্টিভ এর লেখার মধ্যে 'নভেরার রূপ' শিরোনামে একটি কবিতাও আছে৷
বইটি সম্পর্কে কবি নঈম ফিরোজ মন্তব্য করেন,
এই কাজটা নিঃসন্দেহে এই মেলার বারোয়ারি আয়োজনে অনন্য এক নিবেদন আর অতি অবশ্যই বাংলাভাষায় এই জ্যঁরার বিরল এক দামী সংযোজন!
===========
নভেরার রূপ
সাখাওয়াত টিপু
প্রকাশক: আদর্শ, ঢাকা।
দাম: ৩০০ টাকা
ISBN: 9789848040218
বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর ৫৪৫, ৫৪৬ ও ৫৪৭ নম্বর স্টলে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম