এ বই সম্পর্কে কবি ও গণসংগীতশিল্পী কফিল আহমেদ লিখেছেন,
আর এই অক্ষর বা শব্দেরা বাস্তব, জ্যান্ত,পরাজ্যান্ত। আর এইসব পরাজান্তব ঘটনার অপেক্ষায় আহমেদ মুজিবের প্রেসের কবিতার মূহুর্তরা : —‘তুমি কি জানো, ছাপা গল্পের একটি কুকুরের হাঁটুতে রাত নামলো শুধু একটি সকালের জন্য?’
‘ছেঁড়া কাগজের ব্যথা’ নিয়ে ‘পাকা লোমসহ’ মেশিনম্যানের ‘হারিয়ে যাওয়া হাতের’ কথাটাসহ তার জীবনের নতুন কবিতার মূহুর্তরা ‘ছোট্টদাগ’ হয়ে চুপচাপ ঘুমিয়ে আছে, জেগে আছে,চেয়ে আছে প্রেসের কবিতার প্রতিটা পাতায় পাতায় :
তুমি ব্যথা পেয়েছো ভোর মেশিনের চাপে/
এজন্য তুমি আজ বাঁকা, অন্ধ
………..
সন্ধ্যা কাটা পড়েছো মেশিনে
………
প্রকৃতির রক্তের রূপ প্রেসে পড়ে আছে
আমাদের আপন কবিতার এক প্রিয় ঠিকানা কবি আহমেদ মুজিবের ‘প্রেসের কবিতা’ নিয়ে উড়কি’র এই পুনর্মুদ্রণ উদ্যোগ অনেক শান্তির, প্রাণ এবং প্রেরণার।
প্রেসের কবিতা
আহমেদ মুজিব
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
উড়কি সংস্করণ ফেব্রুয়ারি ২০১৯
৩৬ পৃষ্ঠার এ পেপারব্যাক বইটির দাম ১৫০ টাকা৷
আই এস বি এন: 978-984-34-5228-3
বাংলা একাডেমির বইমেলায় স্টল নং ৬৩৯
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম