একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে রুমী আহমেদ-এর প্রথম কবিতার বই 'দুপুরে জোনাকি'।
দুপুরে জোনাকির তিন ভাগ বিষাদ আর এক ভাগ প্রণয়। ‘বুকের ভিতরে তার পানকৌড়ি অসুখ’। রুমী আহমেদের কবিতায় সাজানো সৌখিনতা নেই, চমক নেই, আছে চিরায়ত মানুষী আকুতি। মানুষকে পোড়ালে থাকে নাভি, ভাষাকে পোড়ালে থাকে কবিতা। আর সে কবিতায় দুপুরে জোনাকির মতো দেখা যায় বিষাদের নীল শিরা। হয়তো ‘ফিরে আসা তরঙ্গের প্রতিটি ক্ষত’ তাঁর চেনা বলেই।
তার মন পোড়ে অথচ ঠোঁট এমনই চাপা যে, দীর্ঘশ্বাস হয়ে যায় মায়াবী সঙ্গীত। বয়ানে কোমল কিন্তু কস্তুরীর মতো অনশ্বর এই কবির আবেগ। মনে হবে,
এমন আশ্বিনী রাতে, কুয়াশাগন্ধ কে পাঠাল বাতাসে?
রুমী আহমেদের প্রথম কবিতার বইটি প্রথম আলোর ঝলকানি না হয়ে হয়েছে প্রথম বেদনার আভা। ‘বিসর্জনের পরে তৃতীয় নয়ন যখন আরও জ্বলজ্বল করে’ তখন হয়তো পাঠক, আপনিও দেখে ফেলতে পারেন তাকে, দিনের আলোর গভীরে রোদের মধ্যে রোদ হয়ে মিশে থাকা দুপুরের জোনাকিকে।
দুপুরে জোনাকি
রুমী আহমেদ
বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী।
মূল্য: ১৫০ টাকা ।
বাংলা একাডেমির বইমেলায় খোঁজ করুন শ্রাবণের ৪১৫-৪১৬-৪১৭ নম্বর স্টলে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম