বছরের দীর্ঘতম রাত | আব্দুল্লাহ আল মুক্তাদির

বছরের দীর্ঘতম রাত | আব্দুল্লাহ আল মুক্তাদির

প্রকাশিত হলো আব্দুল্লাহ আল মুক্তাদির এর প্রথম গল্প -সংকলন 'বছরের দীর্ঘতম রাত'৷ বইতে থাকছে ২১ টি গল্প৷

যেভাবে দিগন্তের কাছে পাহাড়ের সবুজ মিশে থাকে আকাশের নীলে- হঠাৎ দেখে বোঝা যায় না কোনটা আসলে কার রঙ, তেমনি আবদুল্লাহ আল মুক্তাদিরের প্রথম গল্পগ্রন্থ, বছরের দীর্ঘতম রাত, যা আপাতদৃষ্টিতে ছোটগল্পের সংকলন, ধারণ করে তাঁর অন্তর্গত কবিত্বকে। শুধু জঁরা নিয়ে নয়, প্লট আর থিমেও তিনি করেছেন প্রচুর পরীক্ষা-নিরীক্ষা, ভেঙেছেন ভাষার কট্টরপন্থী একগামিতা, ব্যবহার করেছেন ভিন্নমাত্রার চরিত্রায়ণ রীতি। কর্পূরগাছ যে হতে পারে নায়ক, কিংবা পরপারে চলে যাওয়া মানুষের আত্মা যে হয় কোনো গল্পের প্রধান চরিত্র- গল্পপাঠকের স্বাভাবিক অভিজ্ঞতা আর প্রত্যাশায় তা অনুমেয় নয়। লোককথা থেকে শুরু করে প্রাচ্য ও পাশ্চাত্যের অনেক পুরাণের প্রত্যক্ষ আর পরোক্ষ উল্লেখ রয়েছে গল্পগুলোতে, একইভাবে রয়েছে দেশিবিদেশি সংগীতের রেফারেন্স। লেখকের কল্পনার বহু অদেখা বা চোখ এড়িয়ে যাওয়া বিষয় পাঠকের দৃষ্টিসীমায় এনে দেয় এই গ্রন্থের গল্পেরা।

বছরের দীর্ঘতম রাত
আব্দুল্লাহ আল মুক্তাদির
প্রচ্ছদ: রাজীব দত্ত

দাম: ১৫০ টাকা৷
প্রকাশক: ঐতিহ্য

প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ান ৬, অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
সোহরওয়ার্দী উদ্যান, রমনা, ঢাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ