অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হলো আকিল মোস্তফার দ্বিতীয় কবিতার বই ‘তুমি জন্মালে আমি পুরুষশূন্য হয়ে যাই’৷
বইটি প্রসঙ্গে লেখক বলেন,
পুরো বইটা আসলে একটিই কবিতা। তবে তা ২০ টি ভাগে সমাপ্ত। অনেকটা গীতিনাট্য ভাঙ্গা একটি ফর্ম, যা ঠিক গীতিনাটয নয় তার অন্তস্থ্য সুরকে ব্যবহার করার একটি প্র্যাস মাত্র। একই কবিতায় কখনো নিখাদ বাংলা ছন্দ কখনও সংস্কৃত ছন্দ আবার কখনও গদ্য ছন্দ ব্যবহার করা হয়েছে ওই অংশের অন্তর্নিহিত ভাবকে পরিস্ফুট করার জন্য। যাপিত জীবনের ছোট্ট কাহিনীবিশেষ তাই তার পরিক্রমাকে ধাপে ধাপে উঠিয়ে নিয়ে আসার জন্য ১ থেকে ২০ এই ক্রম ব্যবহার করা হয়েছে সাবলীল কথা ও চিত্রকল্পে।
তুমি জন্মালে আমি পুরুষশূন্য হয়ে যাই
আকিল মোস্তফা
৩২ পৃষ্ঠা এই বইটির দাম ১৪০ টাকা৷
প্রকাশক: দন্তন্য ইসলাম, জেব্রাক্রসিং
বাংলা একাডেমির বইমেলা খোঁজ করুন জেব্রাক্রসিং এর ৩৩২ নম্বর স্টলে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম