অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হলো নৈরিৎ ইমু এর প্রথম কবিতার বই ‘সন্ধ্যাতারার গাছ’৷
দুইটি সিরিজ কবিতাসহ মোট ৩৫ টি কবিতা নিয়ে এ বই৷
বইটি সম্পর্কে লেখক বলেন,
সন্ধ্যাতারার গাছ আমার প্রথম কবিতার কিতাব। যাপিত জীবনের সহজ অনুভূতির সাথে আমি ধীর ও গভীর একটা সম্পর্ক খুঁজতে চেয়েছি মানুষের বিষণ্ণতার, মৃত্যুর। তালাশ করেছি নিরাকারের, প্রেমে, প্রশ্নে। মৃত্যু বিষয়টা এতটাই প্রগাঢ়ভাবে আমাকে আকৃষ্ট বা বিনাশ করে যার যন্ত্রণা উপলব্ধি ও এই চিরন্তন সত্যের ভেতর দিয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমি কবিতায় বর্ণনা করেছি মাত্র, আমার মতো করে।
সন্ধ্যাতারার গাছ
নৈরিৎ ইমু
বোধি প্রকাশনালয় থেকে বইটি বেরিয়েছে, তক্ষশীলা পরিবেশক৷
৫৬ পৃষ্ঠার এ বইটির মূল্য ১৫০ টাকা।
বাংলা একাডেমির বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে বোধির ৪৭৭ নম্বর স্টলে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম