কবি, প্রাবন্ধিক জিললুর রহমান দীর্ঘদিন ধরে কাব্যচর্চা এবং গদ্য প্রবন্ধ লিখে আসছেন। উত্তর আধুনিকতা নিয়ে তাঁর চিন্তার স্বতন্ত্রতা আমরা আগেও জানতাম সেসময়ের 'লিরিক' ম্যাগাজিনের মাধ্যমে। এখনো উত্তর আধুনিকতা বিষয়ে যাদের পুরোপুরি ধারনা হয়ে উঠেনি সেই সাথে পাশ্চাত্য আর এখানের ব্যবধান কিরূপ তা অনুধাবনে জিললুর রহমান এর 'উত্তর আধুনিকতা এ সবুজ করুণ ডাঙায়' বইটি পড়া আবশ্যক। তাঁর ভাষা সহজ সরল। পড়ে অবশ্যই ভাল লাগবে।
উত্তর আধুনিকতা এ সবুজ করুণ ডাঙায়
জিললুর রহমান
বইমেলায় পাবেন খড়িমাটিতে (স্টল নং- ৪৮৫)
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম