ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল | শুভ্র সরকার

ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল | শুভ্র সরকার

প্রকাশিত হয়েছে তরুণ কবি শুভ্র সরকারের প্রথম কবিতার বই ‘ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল’৷ এ প্রসঙ্গে কবি পলিয়ার ওয়াহিদ বলেন, অপাদমস্তক রোমান্টিক শুভ্র। ঈর্ষার পাশে যা কিছু ঝরে পড়ে তা তিনি পরম মতায় কুঁড়িয়ে বুনে দেন কবিতার আঁচলে। তিনি যেন আদমের মতো হাওয়ার প্রতি দুর্বল-দারুণ দরদি এক সুপুরুষ। তার কবিতার শব্দের ভেতরও তিনি মিশিয়ে দেন পুরনো রুমালের স্মৃতি রোমান্থনের আঁকিবুকি। কিন্তু না! শুধু প্রেম নয়। দ্রোহ নিয়েও তিনি হাজির হন ঈর্ষার পাশে জুঁইফুল হয়ে। তার কবিতা এমনই যে পাঠক তার কবিতার ঘোরে নিজেকে সোপার্দ করবেন স্বেচ্চায়৷

============
ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল
শুভ্র সরকার

প্রচ্ছদ : সারাজাত সৌম
প্রকাশক : চন্দ্রবিন্দু প্রকাশন
মূল্য : ১৫০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯

মতামত:_

0 মন্তব্যসমূহ