নিজের উপন্যাস সম্পর্কে লেখক জয়দীপ দে বলেন-
এই বইটা সম্ভবত বাংলা ভাষায় শিক্ষাকে উপজীব্য করে লেখা প্রথম উপন্যাস। আমার দীর্ঘ এক দশকের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে লিখেছি। যে ছেলেগুলো শিক্ষাঙ্গনে ব্যর্থ হয়ে জীবন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এ উপন্যাসে তারা পাবে নতুন জীবনের হাতছানি। আর অভিভাবকরা পাবেন নতুনভাবে শিক্ষাকে দেখার উপযোগ। শিক্ষকরা একবার দূর থেকে নিজেদের এবং শিক্ষা ব্যবস্থাকে দেখার অবকাশ পাবেন। সব কিছুর ছাড়িয়ে একটা সংগ্রামী জীবনের দেখা পাবো আমরা। যে তার ভাগ্যরেখা বদলে দিয়েছে অসম্ভব আত্মবিশ্বাস নিয়ে।
প্রত্যেক শিক্ষার্থীর, প্রত্যেক অভিভাবকের, প্রত্যেক শিক্ষকের বইটি পড়া আবশ্যক।
গহন পথে আপনাদের যাত্রা আনন্দময় হোক।
গহন পথে
জয়দীপ দে
দেশ পাবলিকেশন্সের স্টলে (স্টল নং ৩৮৮-৯) জয়দীপ দে -এর উপন্যাস 'গহন পথে' পাওয়া যাবে।
প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম