কাচের মেয়ে | চাণক্য বাড়ৈ

কাচের মেয়ে | চাণক্য বাড়ৈ
কবির হাত যখন গদ্য রচনায়, কথাসাহিত্যে তখন নতুন মাত্রা উন্মোচিত হয়। তরুণ কবি চাণক্য বাড়ৈ লিখেছেন প্রথম উপন্যাস "কাচের মেয়ে"

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ত ঘটে চলা যৌন-নির্যাতনকে কেন্দ্র করে এই উপন্যাস। স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প। বাড়ির চৌহদ্দি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখা এক গ্রাম্য মেয়ের জীবনকাহিনি। তারুণ্যের উচ্ছ্বাসে ভরা ক্যাম্পাসের সোনাঝরা দিন। রেগিং আতঙ্ক ছাপিয়ে হলের আড্ডা, হুল্লোড়। প্রজাপতির পাখায় ভর করে আসা প্রেম, রোমান্টিকতা। নিকটাত্মীয় আর শিক্ষকের যৌন লালসার শিকারে পরিণত হওয়া এক শিক্ষার্থীর করুণ পরিণতি। সমসময়ের মিটু আন্দোলন। পুরুষতান্ত্রিকতার পাথরে গুড়িয়ে যাওয়া এক মেয়ের করুণ আত্মকথন "কাচের মেয়ে"।

---------------------
কাচের মেয়ে
চাণক্য বাড়ৈ


প্রচ্ছদ: কুশল ভট্টাচার্য্য
একটি ভাষাচিত্র প্রকাশনা
পৃষ্ঠা: ২১৪
মূল্য : ৩৯৮ টাকা
পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ভাষাচিত্রের ১২৯-১৩০-১৩১ নম্বর স্টল

মতামত:_

0 মন্তব্যসমূহ