বাতিঘর থেকে প্রকাশিত হল 'মিথের পথ: জোসেফ ক্যাম্পবেলের সঙ্গে ফ্রেজার বোয়ার আলাপচারিতা'। অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভুইয়া।
সর্বদায়ী মিথের জগতে মানুষের বসবাস-মিথ তাত্ত্বিকদের মধ্যে জোসেফ ক্যাম্পবেলই কথাটা সবচেয়ে স্পষ্ট ও বিশদভাবে আমাদের জানিয়েছেন।
এই আলাপচারিতায় তিনি ঈশ্বর, দেবতা ও প্রকৃতি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যে বিশ্বাসের রূপ ও ভিন্নতা, আমাদের যুগে মাতৃদেবীর আর্কেটাইপ, আধ্যাত্মিক স্বাধীনতা এবং মানবজীবনে মিথের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।
মিথের পথ
জোসেফ ক্যাম্পবেলের সঙ্গে ফ্রেজার বোয়ার - আলাপচারিতা
অনুবাদ: আমিনুল ইসলাম ভুইয়াপ্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মুদ্রিত মূল্য: ২২৭
প্রকাশক: বাতিঘর
অমর একুশে গ্রন্থমেলায় বাতিঘরের স্টল নম্বর ১২১-১২২।
এছাড়াও বাতিঘরের নিজস্ব বিক্রয়কেন্দ্র এবং চট্টগ্রাম ও সিলেট বইমেলায় পাওয়া যাচ্ছে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম