‘মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা' নামে একটা অনিয়মিত সাহিত্য পত্রিকা ছিল। অমূল্য কতগুলো সংখ্যা প্রকাশিত হয়েছিলো। বৃক্ষ সংখ্যা, নদী সংখ্যা, গণিত সংখ্যা ইত্যাদি সংখ্যাগুলো যে-কোনো বিচারেই দুর্দান্ত কাজ। সেই পত্রিকার সব কাজ প্রায় একাই করতেন মীজানুর রহমান। পত্রিকার জন্য জীবন সঁপে দেওয়া এই মানুষটির গদ্যও ছিল অদ্ভুত রকমের স্বাদু আর আকর্ষণীয়।
এবারের অমর একুশে গ্রন্থমেলা–২০১৯ এ মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে ‘মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ‘মীজানুর রহমানের রচনাসমগ্র’।
এতে রয়েছে ‘কমলালয়া কলকাতা’, ‘কৃষ্ণ ষোলোই’ ও ‘ঢাকা পুরাণ’।
বইমেলায় খোঁজ করুন মাওলা ব্রাদার্সের প্যাভিলিয়নে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম