বইটি প্রসঙ্গে লেখক বলেন,
এসব কবিতা জেলখানারও নয়, জাগুয়ারেরও নয়— ব্যক্তির। এমন এক টাইম-স্পেস থেকে এরা এসেছে যেখানে বন্ধুত্ব ও বিবাহ, সন্তান ও মালিকানা, এবং কবিতা ও কর্তৃপক্ষ এখনও পরস্পরকে খারিজ করতে শেখে নি। ব্যক্তির দেহের ভেতরে সবাই মিলে তারা বেঁধে রেখেছে এক অব্যক্ত অন্ধকার বাসা। অব্যক্তকে ব্যক্ত করাই তো ব্যক্তির কাজ। কবিতা আর কী?
কবিতা সংখ্যা: ৯৩
রচনাকাল: ২০১৩--২০১৮
প্রচ্ছদবিন্যাস: সেলিম রেজা নিউটন
সম্মুখ-প্রচ্ছদের ছবি: অজ্ঞাত, সংগৃহীত
পশ্চাৎ-প্রচ্ছদের চিত্রকর্ম: লালন সুস্মিতা মীরা
প্রকাশক: আগামী প্রকাশনী
প্যাভেলিয়ন স্টল: ২১
নামের ইংরেজি অনুবাদ: সুব্রত অগাস্টিন গোমেজ
পৃষ্ঠা-সংখ্যা: ১৩২
দাম: ২৫০ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম