একগুচ্ছ প্রবন্ধ | মোহাম্মদ ফরহাদ

একগুচ্ছ প্রবন্ধ | মোহাম্মদ ফরহাদ

বিংশ শতাব্দীর ষাটের দশকের সূচনায় দিনাজপুর থেকে এই প্রাদেশিক রাজধানীতে প্রবেশ করেন মোহাম্মদ ফরহাদ নামের ছোট খাটো অবয়বের একজন সমাজ পরিবর্তনের কমিউনিস্ট কর্মী৷ প্রদীপ্ত প্রতিভাবান৷ অনলস শ্রমে বুকের ভিতর জ্বালিয়ে রাখেন মানবপ্রেমের অনল৷ বিংশ শতাব্দীর ষাট, সত্তর এবং আশির দশকের শেষভাগ পর্যন্ত জীবনের সাতাশটি বছর তিনি নিবেদিত ছিলেন স্বদেশে বিপ্লব সাধন প্রয়াসে৷ স্কুলের ছাত্র থাকাকালীন তিনি ভাষা আন্দোলনে যোগ দান করেন৷ ১৯৫৬ সালে দিনাজপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে নেতৃত্বদান করেন৷ তিনি বাষট্টির ছাত্র আন্দোলনের ‘মস্তিষ্ক’ হিসাবে সুপরিচিত৷ পাকিস্তানী আমলে প্রায় ৮ বছর হুলিয়া মাথায় নিয়ে আত্মগোপনে থেকে আন্দোলনে নেতৃত্বদান করেন৷ মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর প্রধান নেতা ছিলেন৷ ১৯৭৩ সালে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ জিয়া ও এরশাদ আমলে ‘রাজদ্রোহ’ মামলার আসামী হয়ে কারাবরণ করেন৷ ১৯৮৬ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন৷ জাতীয় সংসদের সদস্য ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন মৃত্যুবরণ করেন৷

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে মোহাম্মদ ফরহাদ এর প্রবন্ধগ্রন্থ ‘একগুচ্ছ প্রবন্ধ (বাংলাদেশ সময়কাল)’৷

এই বইয়ে বাংলাদেশ, বঙ্গবন্ধু, সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, মস্কো, মুক্তিযুদ্ধ, একুশে ফেব্রুয়ারি, কাঁটাতারের রাজনীতি, জাতীয় কর্তব্য সহ বিভিন্ন বিষয়ে মোট ৪৬ টি প্রবন্ধ রয়েছে৷

বইটির মুখবন্ধ লিখেছেন মণি সিংহ–ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত৷

একগুচ্ছ প্রবন্ধ
মোহাম্মদ ফরহাদ
বইটি প্রকাশ করেছে সমাজ বিকাশ প্রকাশনী৷
প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার৷

২১৪ পৃষ্ঠার এ বইটির দাম ৩০০ টাকা৷

মতামত:_

0 মন্তব্যসমূহ