বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা–২০১৯ এ প্রকাশিত হলো সোয়েব মাহমুদের পঞ্চম কবিতার বই “আমি এক ব্যর্থ চ্যাপলিন"৷ পূর্বের চারটি কবিতার বই দিয়ে সোয়েব মাহমুদ ইতোমধ্যে সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর পূর্ব প্রকাশিত দুইটি বই যথাক্রমে ‘রবীন্দ্রনাথ কখনো এখানে চা খেতে আসেননি’ এবং ‘একটি আত্মহত্যা স্থগিত করে এসেছি’ কবিতাপাঠকদের কাছে আলোচিত হয়েছিল৷
এবারের বইটির প্রচ্ছদ করেছেন ইবনে শামস৷ বিদ্যানন্দ প্রকাশনীর পকেট সিরিজের প্রথম বই এটি৷
প্রকাশক: বিদ্যানন্দ প্রকাশনী।
বইটি বাংলা একাডেমি প্রাঙ্গনে ৫৪ নং স্টলে পাওয়া যাচ্ছে৷
1 মন্তব্যসমূহ
পড়ার অপেক্ষায় আছি
উত্তরমুছুনমার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম