ছোটগল্পের শিল্প, শৈলী ও রূপান্তর বিষয়ক অনন্য এক গ্রন্থ
'মোজাফফর হোসেন' এর
‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ শীর্ষক বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনী।
ছোটগল্পের উৎসমূল থেকে আধুনিক এবং উত্তরাধুনিক হয়ে ওঠার পরিভ্রমণটা এতে উঠে এসেছে মূল টেক্সটসহ পাঠে-বিশ্লেষণে। ২৬টির মতো গল্প পাঠসহ উপস্থাপন করা হয়েছে। বিশ্বসাহিত্যে ছোটগল্পের আঙ্গিক, উপস্থাপনা ও বিষয়বৈচিত্র্যের বাঁকবদল বোঝার জন্য পাঠকের বিশেষ কাজে দেবে। গ্রন্থটির লেখক মোজাফফর হোসেন নতুন প্রজন্মের গল্পকার, সাহিত্য-সমালোচক ও অনুবাদক হিসেবে সমাদৃত হয়ে উঠেছেন ইতোমধ্যে। তার এই তিন পরিচয়েরই সাক্ষাৎ মিলবে বর্তমান গ্রন্থে।
পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প
মোজাফফর হোসেন
বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
৪৮০ পৃষ্ঠাসংবলিত বইয়ের মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম