অমর একুশে গ্রন্থমেলা–২০১৯ এ প্রকাশিত হয়েছে বাংলাদেশের অন্যতম গল্পের পত্রিকা ‘বয়ান’ এর চতুর্দশ সংখ্যা৷ অমিতা চক্রবর্ত্তী এর সম্পাদনায় পত্রিকাটি প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হচ্ছে৷ সম্পূর্ণ একটি অবাণিজ্যিক গল্পের পত্রিকা তিন মাস অন্তর প্রকাশের কার্যক্রম পরিচালনা করা কতোটা কষ্টসাধ্য তা অভিজ্ঞগণ জানেন৷ সকল সংকট ছাপিয়ে বয়ান নিয়মিত প্রকাশিত হচ্ছে৷ এটি পাঠকদের জন্য আশাজাগানিয়া খবর নিঃসন্দেহে৷
এবারের সংখ্যায় গল্প লিখেছেন সায়েমা খাতুন, সাম্য রাইয়ান, শৌনক দত্ত, শিবশঙ্কর পাল, শামসুল কিবরিয়া, শবনম সায়েমা, মাসুম বিল্লাহ, মনি হায়দার, বিথী চৌধুরী, প্রমিথ রায়হান, পাশা আনোয়ার, জুয়েল কবির, জাহিদুল মাসুদ ও জান্নাত আফরোজ প্রকৃতি৷
কথা পরম্পরা বিভাগে কথা বলেছেন কান্থৌজম সুরঞ্জিত, মানস চৌধুরী, শাহাদুজ্জামান, সুবোধ এম বাস্কে৷
অনুবাদ বিভাগে রোবের্তো বোলানিও এর ‘ডান্সকার্ড’ অনুবাদ করেছেন দিলওয়ার হাসান৷
পুনঃপাঠ বিভাগে এবার রয়েছে জহির রায়হানের গল্প ‘ইচ্ছার আগুনে জ্বলছি’৷
আর সবশেষে আরেকটি নিয়মিত আয়োজন ‘পুরনো দলিল থেকে’৷ এইবার থাকছে দীপংকর গৌতমের প্রবন্ধ ‘অতুলপ্রসাদ সেন সম্পাদিত উত্তরা’৷
প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শ্যামল হুদা৷
১৪৪ পৃষ্ঠার এই পত্রিকাটির মূল্য মাত্র ৫০ টাকা৷
মাত্র তিনশত টাকায় পত্রিকাটির বার্ষিক গ্রাহক হবার সুবিধা রয়েছে৷ সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ০১৭১১১০৮৮৫৩ নম্বরে৷
বাংলা একাডেমির বইমেলায় পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্ত্বরে ৪৩ ও ৪৫ নম্বর স্টলে৷
এছাড়াও পাওয়া যাচ্ছে আজিজ সুপার মার্কেটে পাঠক সমাবেশ, জনান্তিক, বিদিত ও লিটলম্যাগ প্রাঙ্গণে ৷
2 মন্তব্যসমূহ
পড়লাম। প্রকৃতি > প্রভৃতি।
উত্তরমুছুনমন্তব্য করার জন্য ধন্যবাদ। "প্রকৃতি > প্রভৃতি" লিখে কী বোঝাতে চাচ্ছেন তা বুঝলাম না।
মুছুনমার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম