সং অব সলোমন মধ্যপ্রাচ্যীয় ধর্মের এক সমাদৃত রচনা। পয়গম্বর সোলেমান এটি লিখেছেন, এই পবিত্র বিশ্বাসে ইহুদি ও খ্রিষ্টানরা বিভিন্ন ধর্মানুষ্ঠানে লেখাটি পাঠ করেন। আমি মজেছিলাম এর প্রবল কাব্যরসে। গবেষকরা বলেন, এটি লেখা হয়েছিল যিশুর জন্মের ৬ শতক আগে, যখন হিব্রু ভাষা ভেঙে আরামাইক ভাষার উথথান ঘটছে। কিন্তু ভালোবাসা, দেহজ বাসনা ও প্রেমিক-প্রেমিকার পরষ্পরের মিলনের আকুতির তীব্রতা এতগুলো শতাব্দী পেরিয়ে এসেও আমাকে কাতর করে তুলেছিল।
অনুবাদটি প্রকাশিত হয়েছিল প্রসূন সাহিত্যপত্রের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যায়। তারিখ হিসাবে ফেব্রুয়ারি ১৯৯১-এ।
সোলেমান-গীতিকা
সাজ্জাদ শরিফ
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশক : উড়কি, ঢাকা।
২৫ পৃষ্ঠার এই পেপারব্যাকটির মূল্য ১৩৫ টাকা৷
বাংলা একাডেমির বইমেলায় স্টল নং ৬৩৯
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম