রাজু আলাউদ্দিনের সঙ্গে আলাপচারিতায় শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
‘শিল্পী হয়ে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না’ বইতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ তাঁর জীবনের নানা অজানা দিক অকপটে উন্মোচন করেছেন। তাঁর চিত্রের গতিময়তা, শিল্পের ভাবগত বৈশিষ্টসহ নিজের শিল্পীজীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি মুখ খুলেছেন আরেক বিখ্যাত আলোচক রাজু আলাউদ্দিনের সামনে। বাংলাদেশের যে কজন চিত্রশিল্পী আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান যথাযথভাবে তুলে ধরতে পেরেছেন, তাঁদের মধ্যে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ অন্যতম। তাঁর সম্পর্কে এমন একটি গুরুত্বপূর্ণ বই পাঠককে শিল্পের এক রহস্যময় জগতে ভ্রমণের আনন্দ দেবে।
শিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাক্ষাৎকারের বইটি এখন মেলায় পাওয়া যাচ্ছে পাঞ্জেরী প্রকাশনীতে। পাঞ্জেরী প্রকাশনী থেকে পরিকল্পিত সাক্ষাৎকার গ্রন্থমালার এটি দ্বিতীয় বই। আগের বইটি ছিল শিল্পী মুর্তজা বশীরের।
শিল্পী হয়ে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না
রাজু আলাউদ্দিন
বাংলা একাডেমির বইমেলায় খোঁজ করুন পাঞ্জেরী পাবলিকেশন্স এর প্যাভিলিয়নে৷
1 মন্তব্যসমূহ
Porbo.
উত্তরমুছুনমার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম