ইমানুয়েলের গৃহপ্রবেশ | অদিতি ফাল্গুনী

ইমানুয়েলের গৃহপ্রবেশ | অদিতি ফাল্গুনী

বইটি প্রসঙ্গে লেখক বলেন,
ইমানুয়েলের গৃহপ্রবেশ’ আমার একান্তই তরুণ জীবনের রচনা। ১৯৯৪-৯৮ সালে অনতিপঁচিশের এক তরুণ লেখকের অনভিজ্ঞ কলমের এই লেখাগুলো একসাথে বইয়ের আকারে প্রথম মুখ দেখেছিল ১৯৯৯ সালে। সমালোচক মহলে বিপুল প্রশংসা অভিষিক্ত হয়েও বইটি কেন জানি প্রকাশক সেই ১৯৯৯-এর মেলায় নি:শেষিত শ’দেড়েক কপির পর বাজারে বোধ করি আর একেবারেই আনেন নি।
কত পাঠক যে নিরাশ ভাবে এটি খুঁজে পেয়ে না পাওয়ার ক্ষোভ ব্যক্ত করেছেন! নতুন প্রকাশনা সংস্থা ‘উড়কি’ ও ‘উড়কি’র একজন শুভানুধ্যায়ী হিসেবে কবি আহমেদ নকিবের গভীর আন্তরিকতায় বহুদিন পর বইটি আবার আলোর মুখ দেখতে যাচ্ছে। এজন্য কোন কৃতজ্ঞতা প্রকাশের ভাষাই আমার নেই।
যদিও বিপুল প্রশংসা-ধন্য, এবার বইটির প্রুফ আবার দেখতে গিয়ে কেমন সঙ্কোচ হচ্ছিল! কাঁচা বয়সের না জানি কত অবুঝ উচ্চারণ, কত ভুল বিষ্ময়ে থরো থরো বাক্য।
প্রকাশক-পাঠক…সবার ভালবাসা আমার পাথেয় হয়ে থাকবে।
ইমানুয়েলের গৃহপ্রবেশ
অদিতি ফাল্গুনী

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
উড়কি সংস্করণ ফেব্রুয়ারি ২০১৯

প্রকাশক: উড়কি, ঢাকা।
মূল্যঃ টাকা ৪০০
ISBN: 978-984-34-5503-1
বাংলা একাডেমির বইমেলায় স্টল নং ৬৩৯

মতামত:_

0 মন্তব্যসমূহ