ছুরি হাতে অশ্ব ছুটে যায় | সৈয়দ তারিক

 ছুরি হাতে অশ্ব ছুটে যায় | সৈয়দ তারিক

'সৈয়দ তারিক' এর লেখা কবিতাগ্রন্থ 'ছুরি হাতে অশ্ব ছুটে যায়'

নিজের কবিতাগ্রন্থ প্রসঙ্গ  সৈয়দ তারিক বলেন -

এক ফর্মার কবিতার পুস্তিকা ‘ছুরি হাতে অশ্ব ছুটে যায়’ প্রকাশিত হয়েছিল ১৯৯৬ সালে নিত্য প্রকাশ হতে। এই অলাভজনক কর্মকাণ্ডটির জন্য বন্ধু বাহার রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা অনুভব করি।
বহুবছর ধরে পুস্তিকাটি অমুদ্রিত। মাঝে-মাঝে কেউ কেউ এর সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি কবি আহমেদ নকীব বইটি পুনর্মুদ্রণের জন্য প্রস্তাব দিলেন।
এই পুস্তিকার কবিতাগুলো আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই সাল সময়কাল পর্যন্ত রচিত। ওই সময়ের (পরবর্তীকালেরও) বেশ কিছু কবিতা অগ্রন্থিত রয়েছে। উড়কি ‘নতুন পাঠ’ সংস্করণে অগ্রন্থিত  কবিতাগুলো থেকে কিছু কবিতা ‘অন্যান্য কবিতা’ অংশে যুক্ত করা হল।
সেই সময়ে আমার লেখার ও মনোভাবের চিহ্নও এখানে থাকল। দুয়েকটি কবিতায় কিছু শব্দ পরিবর্তন করে দিলাম। …

– সৈয়দ তারিক
উত্তর বাড্ডা, ঢাকা
০৪.১১.২০১৮ ইং


ছুরি হাতে অশ্ব ছুটে যায়
সৈয়দ তারিক

প্রচ্ছদ: মোশারফ খোকন
উড়কি সংস্করণ ফেব্রুয়ারি ২০১৯

প্রকাশক : উড়কি, ঢাকা।

৫৬ পৃষ্ঠা এই পেপারব্যাক বইটির মূল্য ২২৫ টাকা৷
ISBN: 978-984-34-5498-0

মতামত:_

0 মন্তব্যসমূহ