'পাপের পুরাণ' বইটি প্রসঙ্গে লেখক 'বায়েজিদ বোস্তামী' বলেন,
পাপের পুরাণ প্রেমের কবিতার বই। প্রেম ব্যতীত মানুষের যা কিছু অর্জন, চর্চা ও বমনের আছে, সেইসবে ন্যূনতম আস্থা নাই। আদিপাপের মিথে বিশ্বাস করি। সেই সাথে এও বিশ্বাস করি যে, মানুষের পক্ষে দেহের ভেতর দিয়েই কেবল দেহাতীতে যাওয়া সম্ভব।
'পাপের পুরাণ' বায়েজিদ বোস্তামীর প্রকাশিত প্রথম কবিতার বই।
পাপের পুরাণ
বায়েজিদ বোস্তামী
প্রচ্ছদ : আল নোমান
প্রকাশক : মনদুয়ার
পরিবেশক: সংহতি, আদর্শ পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
মুদ্রিত মূল্য : ১৩৫/-
পাওয়া যাচ্ছে সংহতি-তে। স্টল নম্বর-১০৩-৪। সোহরাওয়ার্দী উদ্যান।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম