চাঁদে পাওয়া | আহমেদ নকীব

চাঁদে পাওয়া | আহমেদ নকীব

ডানার করাত থেকে প্রকাশিত হয়েছে আহমেদ নকীব এর স্কেচবুক “চাঁদে পাওয়া”৷

মোট ১২টি রেখার কাজ বইটিতে স্থান পেয়েছে। স্কেচবুকটি'র নামলিপি এঁকেছেন মং মং শে। প্রচ্ছদটি আহমেদ নকীবের রেখাচিত্র।

The Moon Lover থেকে নেয়া হয়েছে। স্কেচবুকটির জন্য খ্যাতিমান গণসংগীতশিল্পী ও কবি কফিল আহমেদ তাঁর অনুভূতির কথা চমৎকারভাবে লিখে দিয়েছেন।

বইটির ভূমিকায় লেখক লিখেছেন,

আঁকতে আঁকতে যে কোনো একটা বিষয় মাথায় কাজ করতে থাকে । তখন এমনও হয়-- হয়তো রেখার টান দিলাম, সরল কিংবা বাঁকা -- কিছু আকৃতি পাবার ঠিক আগের অবস্থাটা যেরকম কাঁচা থাকে, ওখান থেকেই শুরু হয় রেখা সঞ্চালনের কাজ। তবে তা কোনো চিন্তাগত পদ্ধতি থেকে আসে না। অনেক সময় বুঝতে পারি না আঁকার প্রক্রিয়াটা কোথায় গিয়ে শেষ হবে। এবার তাহলে আমার যে কোনো স্কেচ ধরেই ব্যাপারটা পরিষ্কার করি : একবার ভাবলাম পাহাড়ের ঢাল আঁকি। পাহাড় মানেই তো খাজ কাটা থাকবে, কোথাও উঁচু-নিচু, টোল খাওয়া। তো, পাহাড়ের ঢাল কল্পনা ক'রে রেখাকে কাগজের উপর টানতে থাকি।কল্পনা-শক্তির উপর ভর ক'রে আস্তে আস্তে একটা আকৃতি দাঁড়াতে থাকে। আর পাহাড়ে ওঠা অথবা গড়িয়ে পড়ার ঘটনাও ঘটতে পারে। তখন এই নড়াচড়া বোঝানোর জন্য সেই ঢালে জুড়ে দিলাম কিছু অবজেক্ট। পরপর সাজানো গোলাকার, চন্দ্রাকৃতি, তারকাকৃতি, পেয়ালাকৃতি এরকম কয়েকটি বস্তু। পাহাড়ের চূড়ার কাছাকাছি চিকন রেখার গড়িয়ে পড়া একজন মানুষের আকৃতিও থাকে। মানুষটি পেছন দিকে হাত প্রসারিত করে ভারসাম্য রাখার চেষ্টা করছে। ঠিক এভাবেই পাহাড়ের ঢালসহ সজ্জিত অবজেক্টগুলি নিয়ে একটা প্রতিমা দাঁড়িয়ে যায়। আমার কাছে স্কেচ হচ্ছে প্রতিমা দাঁড় করানোর একটা মাধ্যম। রেখার কাজ করতে করতে এই ব্যাপারটা শুধু মনে রাখি, গতিশীল একটা আবহ সৃষ্টি করতে হবে। প্রথমে যেভাবে বলছিলাম, আঁকতে আঁকতে যে কোনো একটা বিষয় কাজ করতে থাকে মাথায়, সেক্ষেত্রে রেখা দিয়ে চরিত্র চিত্রণও আমার আঁকার বিষয় হয়ে ওঠে। এই চিত্রণ বর্ণনাত্মকরীতিতে করে আমি আনন্দ পাই। মানুষ ভাব বিনিময়ের জন্য কখনো কথা বলে, হাসে, কান্না করে, রাগ-অভিমান করে, চিৎকার দেয়, আর্তনাদ করে ওঠে। পাশাপাশি চারপাশের প্রাণি-জগতের আচরণ ও নানারকম অভিব্যক্তিও চোখে পড়ে। প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে জড়জগতও বিভিন্ন আকৃতি পেতে থাকে। এভাবে সবকিছু মিলিয়েই বিন্দু আর রেখা দিয়ে এক টুকরো জগত ধরার চেষ্টা করতে থাকি।


প্রচ্ছদশিল্পী: আহমেদ নকীব
প্রাপ্তিস্থান: ডানার করাত [স্টল: ৫৭], লিটল ম্যাগাজিন চত্বর, বাংলা একাডেমি
মূল্য: টাকা ২৫০/-

মতামত:_

0 মন্তব্যসমূহ