প্রকাশিত হলো এ সময়ের তরুণ গল্পলেখক শামসুল কিবরিয়ার প্রথম গল্পবই 'বৃত্তাবদ্ধ জীবনের প্রতিবিম্ব'। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯-এ ঢাকার চারবাক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শফিউল আযম সোহেল। অনেক দিন হলো গল্প লিখছেন শামসুল কিবরিয়া। তাঁর গল্পে এদেশের সাধারণ মানুষের সাদামাটা জীবনের অপরূপ এক ক্যানভাস লক্ষ করা যায়। মূলত ছোটকাগজের লেখক শামসুল কিবরিয়া। প্রথম বই প্রকাশের পূর্বে দীর্ঘ এক প্রস্তুতি নিয়েছেন এই গল্প লেখক। তাঁর গদ্যকৌশল পাঠককে এক স্বতন্ত্র গদ্যভাষার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই গ্রন্থে মোট ৯ টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো, উল্টোপথে যাত্রা, ধানলগ্ন জীবন, কেন্দ্রীভূত, এভাবেই হারিয়ে যায়, বিকৃত প্রতিবিম্ব, আমার মাঝে আমি, বৃত্তাবদ্ধ, অন্তরালে, জলশূন্য শেকড়।
আলোচনা করেছেনঃ খালেদ উদ-দীন, সম্পাদক,
বুনন
বৃত্তাবদ্ধ জীবনের প্রতিবিম্ব
শামসুল কিবরিয়াঢাকা বইমেলায় 'চারবাক' এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইয়ের ISBN 984-300-002958-3
2 মন্তব্যসমূহ
Good.lekhoker protoli agroho tairi holo. Boita obossoi porbo.
উত্তরমুছুনporbo
উত্তরমুছুনমার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম