ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে | আহমেদ নকীব

ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে | আহমেদ নকীব

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ উড়কি প্রকাশনীর নতুন সংস্করণ নতুন পাঠে
আহমেদ নকীব এর কবিতার বই “ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে”।

বইটির ভূমিকা লেখক বলেছেন;
গত দু’বছর অজস্র কবিতা লেখা হলো। উড়কি নতুন পাঠ গ্রন্থমালা সংস্করণে অন্তর্ভূক্ত ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে কাব্যগ্রন্থটির প্রথম সংস্করণ থেকে মশকরি কবিতাটা বাদ দেয়া হলো এবং এবছর লেখা কবিতাগুলো থেকে ১২ টি নূতন কবিতা যুক্ত করলাম। কাব্যগ্রন্থটির এই বর্ধিত অংশটিকে হান্টার প্রজাতি নামকরণ করা হলো। যদিও তখনকার সময়ের মিশ্র ভাষায় লেখার ধরণটা এখন অনেকটাই পাল্টে গেছে। তবে সেসময়ে সামাজিক ও রাজনৈতিক বোধ তাড়িত যে ভাব কবিতার ধমনীতে বয়ে গিয়েছিলো কিংবা জড়-জগত নিয়ে যে নন্দন ভাবনা কাজ করছিলো, সংযুক্ত কবিতাগুলোতেও সেই আদল কিছুটা আছে ব’লে আমার বিশ্বাস। পাঠকদের জন্য ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে কাব্যগ্রন্থটির এই পরিবর্ধিত সংস্করণটি সমর্পিত হলো।

আহমেদ নকীব
আম্রমঞ্জরি
ধানমন্ডি, ঢাকা।

ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে
আহমেদ নকীব


প্রচ্ছদ: আহমেদ নকীব
মূল্য: টাকা ২২৫/-
ISBN: 978-984-34-5495-9
উড়কি সংস্করণ ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশক: পারভেজুর রহমান, উড়কি।
প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা, ২০১৯, উড়কি [স্টল: ৬৩৯], সোহরাওয়ার্দী উদ্যান

মতামত:_

0 মন্তব্যসমূহ