ডেভিড লিঞ্চের নোটবুক | অনুবাদ: রুদ্র আরিফ

ডেভিড লিঞ্চের নোটবুক | অনুবাদ: রুদ্র আরিফ

ডেভিড লিঞ্চ। ডেভিড কিথ লিঞ্চ। পেইন্টার, মিউজিশিয়ান, অভিনেতা, ফটোগ্রাফার। সব ছাপিয়ে ‘ফিল্মমেকার’ পরিচয়ই সবচেয়ে জাজ্বল্যমান। জন্মসূত্রে আমেরিকান হলেও বস্তুত সমগ্র সিনেপৃথিবীর নাগরিক। দাপুটে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান তাকে অভিহিত করেছে ‘এ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্মমেকার’ হিসেবে। বিখ্যাত ওয়েবসাইট অলমুভির বিচারে তিনি ‘আধুনিক আমেরিকান ফিল্মমেকিংয়ের রেনেসাঁ-মানব’।বাস্তব ও কল্পনার দোলাচলে, থাকা না-থাকার কুহকী খেলায়, পরাবাস্তবতার তীক্ষ ইমেজে সিনেমায় নিজস্ব স্বর আবিষ্কার তিনি করতে পেরেছেন বলেই, সিনেবিশে 'লিঞ্চিয়ান’ টার্মটি এখন ভীষণ গুরুত্ববহ। হ্যাঁ, পাঠক, তার ধারার সিনেমাকে এ নামেই ডাকা হয়। অক্সফোর্ড অভিধানেও জায়গা পেয়েছে শব্দটি। বাংলায় এটিকে আমরা হয়তো ‘লিঞ্চধর্মী’ ডাকতে পারি। ধ্যানী এই সিনে-মাস্টার, প্রকৃতই ধ্যানচর্চার পাশাপাশি, নিজ জীবন ও সিনে-দর্শন লিখে রেখেছেন ছোট ছোট নোট আকারে। সেই লেখাগুলো বই হিসেবে মলাটবদ্ধ হয়েছে ক্যাচিং দ্য বিগ ফিশ : মেডিটেশন, কনসাসনেস, অ্যান্ড ক্রিয়েটিভিটি শিরোনামে।

রুদ্র আরিফের অনুবাদে -
ডেভিড লিঞ্চ এর ক্যাচিং দ্য বিগ ফিশ এর বঙ্গানুবাদ:
'ডেভিড লিঞ্চের নোটবুক'
১৪২ পৃষ্ঠার বইটির মূল্য ২৫০ টাকা
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: ঐতিহ্য,
সোহরওয়ার্দী উদ্যান, রমনা, ঢাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ