অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে উদীয়মান ব্যারিস্টার/আইনজীবী/আইনজীবী পরিবার নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত সাক্ষাৎকারগুলোর সংকলন হচ্ছে ‘আইনে তারুণ্য’।
অনলাইনে সাড়া জাগানো ফিচারধর্মী ১৬টি সাক্ষাৎকার স্থান পেয়েছে এই গ্রন্থে। এগুলো হলো- লাক্স সুন্দরী থেকে ব্যারিস্টার, এক পরিবারে তিন ব্যারিস্টার, বাবা বিচারপতি ছেলে ব্যারিস্টার, বিশ্বজয়ী ব্যারিস্টার আনিতা গাজী, টকশোতে সরব ব্যারিস্টার মিতি সানজানা, গোল্ড মেডেলিস্ট রিমি এখন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের কাপল ব্যারিস্টার, সফল ব্যারিস্টার দম্পতির গল্প, নারী টিম নিয়ে এগিয়ে চলা এক ব্যারিস্টার, আইনমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন অ্যাডভোকেট মিতা, বাবা আর্মি অফিসার দুই মেয়ে ব্যারিস্টার, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার ঢাকা জয়, ব্যারিস্টার দম্পতির সাফল্য যেন রূপকথার গল্প, বিচারক-আইনজীবী দম্পতির গল্প ও তিন বোন ব্যারিস্টার। উচ্চ আদালতের মাননীয় আটজন বিচারপতির মতামত সম্বলিত বাণী ‘আইনে তারুণ্য’ সংকলন গ্রন্থের বিশেষ আকর্ষণ।
সংকলন গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ল’ টাইমস।
ঝকঝকে প্রচ্ছদের বইটির দাম রাখা হয়েছে পাঁচশত টাকা।
সুপ্রিম কোর্টের সব স্টলে পাওয়া যাবে সংকলন গ্রন্থটি।
এছাড়া একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬৭ নম্বর স্টলে ‘আইনে তারুণ্য’ সংকলন গ্রন্থ পাওয়া যাবে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম