লিটলম্যাগ | ‘জঙশন’

লিটলম্যাগ | ‘জঙশন’

প্রকাশিত হল বাংলাদেশের অন্যতম লিটলম্যাগ ‘জঙশন’৷ প্রতিবছর বইমেলায় লিটলম্যাগটি নাভিল মানদারের সম্পাদনায় প্রকাশিত হয়৷ এর নিয়মিত প্রচ্ছদশিল্পী মোজাই জীবন সফরী এ সংখ্যাটিরও প্রচ্ছদ এঁকেছেন৷

এবারের সংখ্যায় গুচ্ছকবিতা লিখেছেন, অনুজ আদিত্য, শিমন রায়হান, সাম্য রাইয়ান, তানজিন তামান্না, উপল বড়ুয়া, ইফতেখার হেলাল, চঞ্চল নাঈম, লিটু রেজোয়ান, অনুপ চণ্ডাল, নাভিল মানদার৷

গল্প লিখেছেন উপল বড়ুয়া, তিতাস অধিকারী, অভিজিৎ বসু, মাসুমুল আলম৷

মাসুমুল আলমের অনুবাদে জাকারিয়া তামেরের গল্প ছাপা হয়েছে৷

গদ্য ছাপা হয়েছে নাভিল মানদার ও মাসুমুল আলমের৷

মোজাই জীবন সফরীর একটি ব্যতিক্রমধর্মী পাণ্ডুলিপি ছাপা হয়েছে ‘সাক্ষাৎ কার’ শিরোনামে৷

এছাড়াও সম্পূর্ণ লিটলম্যাগটির পাতায় পাতায় রয়েছে ছবি, স্কেচ৷ এগুলো এঁকেছেন নয়ন দে, মনি মাঝি, সোহেল প্রাণন ও মোজাই জীবন সফরী৷

সম্পাদকীয় লিখেছেন নাভিল মানদার৷

বর্তমান সংখ্যাটি প্রকাশিত হয়েছে অভিজিৎ বসু, চঞ্চল নাঈম, লিটু রেজোয়ান ও নাভিল মানদারের যৌথ উদ্যোগে৷

দাম একশত টাকা৷
পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্ত্বরে জঙশনের ১২ নম্বর স্টলে৷

মতামত:_

1 মন্তব্যসমূহ

মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম