কান্না হাসি রম্য রাশি | তরুণ ইউসুফ

কান্না হাসি রম্য রাশি | তরুণ ইউসুফ

অমর একুশে গ্রন্থমেলা, ২০১৯ এ প্রকাশিত হয়েছে তরুণ ইউসুফের প্রথম গদ্যগ্রন্থ "কান্না হাসি রম্য রাশি”।

কমেডি বা রম্য কি শুধুই হাসি? নিছক আনন্দ? নন্দনতত্ত্ববিদদের মতে, ট্রাজেডির মত কমেডি বা রম্যের মূল সুর বেদনা। পার্থক্য শুধু মাত্রায়। ট্রাজেডি বেশি মাত্রার আর কমেডি স্বল্প মাত্রার। এই গ্রন্থে সেই স্বল্প মাত্রার দুঃখ বা বেদনাগুলো হাস্যরসাত্মক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

রম্য গল্পের এ বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী৷

বাংলা একাডেমির বইমেলায় খোঁজ করুন দোয়েল প্রকাশনীর ২০৫ (সোহরাওয়ার্দী উদ্যান) নম্বর স্টলে৷

মতামত:_

0 মন্তব্যসমূহ