বাংলা কবিতায় কিংবদন্তি নাম বিনয় মজুমদার; রবীন্দ্র-জীবনানন্দ পরবর্তী কবিদের কাছে প্রভাব বিস্তারকারীও বটে, মতান্তরে বলা যায় একচ্ছত্র। আস্থা রাখা যায়, আসছে পাঠকের কাছেও এ কবির প্রয়োজনীয়তা উজ্জ্বল থাকবে। এই আয়োজনটি বিনয়ের পূর্ব প্রজন্ম, সমকালীন ও উত্তর প্রজন্মের কবি-লেখকদেরই একনিষ্ঠ কবিতাপাঠ ও তার অনুধাবন। এসবেরই আকর পরিচায়ক অরবিন্দ চক্রবর্তী সম্পাদিত ‘একজন উজ্জ্বল মাছ : বিনয় মজুমদার’। কবি বিনয় আর ব্যক্তি বিনয়কে বুঝতে প্রবেশক হয়ে কাজ করবে এ সংকলনটি। প্রকাশ করল বেহুলাবাংলা প্রকাশনী।
একজন উজ্জ্বল মাছ : বিনয় মজুমদার
সম্পাদনা: অরবিন্দ চক্রবর্তী
প্রচ্ছদ: শিল্পী অতনু দেব কৃত বিনয় মজুমদার এর প্রতিকৃতি অবলম্বনে।
পৃষ্ঠা সংখ্যা : ১০০৮।
মূল্য : ১২০০ টাকা।
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। স্টল নং : ১২৩-১২৪।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম