বইমেলায় শওকত শাফি সম্পাদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের ২৫ কবির কাব্যগ্রন্থ ‘পাঠক, আপনি সাবধান হোন’। এটি শওকত শাফি সম্পাদিত প্রথম কাব্যগ্রন্থ।
কাব্যগ্রন্থ সম্পর্কে শওকত শাফি বলেন,
শুনেছি, আজন্ম ভুলের সাগরে সাঁতরায় মানুষ, তায় মেলে মাছের মত দরকারি জ্ঞান। জানি, কবিতা অদরকারি; ফসলের ফলন বাড়ে না, পারমানবিক বিক্রিয়ায় কবিতা কোন প্রভাবকই নয়; কবিতা তীব্রতম সুন্দর, ফলত প্রেমিক কম।
পাঠক, আপনি সাবধান হোন
সম্পাদক: শওকত শাফি
বইটি প্রকাশ করেছে প্রতিকথা।
কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন সোবহানী সৌরভ।
৬৪ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা।
‘পাঠক, আপনি সাবধান হোন’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলায় বাংলা একাডেমির লিটল ম্যাগাজিন চত্বরে ‘প্রতিকথা’র স্টলে এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘টাঙ্গন’-এর স্টলে, স্টল নম্বর ৩৯০।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম