প্রকাশিত হলো জাকির তালুকদার সম্পাদিত প্রবন্ধের বই ‘প্রতিপাঠ: উত্তরআধুনিকতা’ ।
জাকির তালুকদার মনে করেন,
উত্তরআধুনিকতা হলো গিরগিটির মতো। কখনো মার্কসবাদী সাজে, কখনো লালনবাদী, কখনো ধর্মবাদী, কখনো নারীবাদী, কখনো পরিবেশবাদী...
আসলে তারা করপোরেট পুঁজিবাদী।
এই অন্যায়ে ভরা পৃথিবীকে পাল্টানোর কথা তারা ভুলিয়ে দিতে চায় মানুষকে। বলে যে-- মানবজাতির কোনো গন্তব্য নেই। অতএব যেভাবে চলছে, চলুক। আলাপ-আলোচনা, মানে আবেদন-নিবেদন করে যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকো। মুক্তির জন্য যুদ্ধ করো না। যুদ্ধ খারাপ। তবে শোষণ ভালো।
প্রতিপাঠ: উত্তরআধুনিকতা
জাকির তালুকদার
প্রকাশ করেছে অগ্রদূত প্রকাশনী৷ বাংলা একাডেমি বইমেলায় স্টল নম্বর ৫৮৮৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম