প্রকাশিত হয়েছে সমকালের জনপ্রিয় কবি মাসুদ খানের ‘শ্রেষ্ঠ কবিতা’৷
এই বইয়ে রয়েছে "পাখিতীর্থদিনে", "নদীকূলে করি বাস", "সরাইখানা ও হারানো মানুষ", "আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি", "এই ধীর কমলাপ্রবণ সন্ধ্যায়" ও "প্রসন্ন দ্বীপদেশ" এই ৬টি কাব্যগ্রন্থ থেকে বাছাই এবং বেশ কিছু অগ্রন্থিত কবিতা৷ সেই সঙ্গে অধ্যাপক রফিকউল্লাহ খান ও কবি জহর সেনমজুমদার এর দুটি পাঠ-অভিজ্ঞতা গদ্য এবং মাসুদ খানের একটি ভূমিকাগদ্য, সব মিলিয়ে এই বই-- "শ্রেষ্ঠ কবিতা"।
শ্রেষ্ঠ কবিতা
মাসুদ খানপ্রচ্ছদঃ বিধান সাহা।
প্রকাশকঃ কাগজ প্রকাশন।
বাংলা একাডেমির বইমেলায় পাওয়া যাচ্ছে কাগজ প্রকাশনের স্টলে (স্টল নম্বর ৩৭৩-৩৭৪, সালাম চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান)।
এ ছাড়াও পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম "বাতিঘর"-এ, রংপুর "বইতরঙ্গ"-এ, আর কলকাতায় "অভিযান"-এ।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম