ইহুদির গজল | রাসেল রায়হান

 ইহুদির গজল | রাসেল রায়হান

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো রাসেল রায়হানের কবিতার বই ‘ইহুদির গজল’৷ বইটি প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশনী (মেলায় ৩৩২ নম্বর স্টল)। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির গায়ের মূল্য ১৮০ টাকা।

এ বই প্রসঙ্গে লেখক তার একটি প্রবন্ধে (‘ইহুদির গজল’ : কেন গাইব না) লিখেছেন,

কবিতাগুলো লিখেছি এক ধরনের নেশার মধ্যে। ঘোর-টোর নয়; নেশা। হঠাৎ নেশা ধরে গিয়েছিল। কে না জানে, সমস্ত নেশাই ফাঁদ। এটাও ফাঁদই ছিল। হঠাৎ আটকে পড়া খরগোশের মতো অসহায় ছিলাম। পরে ভাবলাম, ফাঁদে যখন পড়বই, শিকার যখন হবই, তখন যোগ্য শিকার হব। তখন লিখতে বসেছি। এই বই আমার জন্য আক্ষরিক অর্থেই মুক্তি ছিল। নেশার জগৎ থেকে।

মতামত:_

0 মন্তব্যসমূহ