অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে মিনু মৃত্তিক –এর দ্বিতীয় কবিতার বই ‘উড়ন্ত সন্ধ্যার আয়না’৷
৫৬ পৃষ্ঠার এই বইটিতে ৪০টি কবিতা রয়েছে৷
বইটি প্রসঙ্গে লেখক বলেন,
সন্ধ্যাটা উপুড় হোয়ে তাকিয়ে আছে মানুষের চরাচরে, মানুষের ছায়াশরীর এঁকে চলে তাদেরই চরিত্রের ছায়া ডায়েরী। আমরা কী মরে গেছি নাকি ছায়া হোয়ে এই চরাচরেই ঘোরাফেরা করছি... এইসব জটিলতা আমাদের জীবনের অন্যকোনো আলোআঁধারীতে হয়তো ছাপ ফেলে হয়তোবা ফেলে না... এইসব আরকি...আমার প্রথম কাব্যগ্রন্থের পর দীর্ঘ ৬ বছরের ভাঙাগড়া ফসল ‘উড়ন্ত সন্ধ্যার আয়না’
উল্লেখ্য, ২০১৩ সালে কবির প্রথম কবিতার বই ‘শাদা চোখ কালো চোখ’ প্রকাশিত হয়৷
উড়ন্ত সন্ধ্যার আয়না
মিনু মৃত্তিক
প্রচ্ছদ: লুবনা চর্যা
গ্রহণদায়: ১২৫
প্রকাশক: সূর্যঘড়ি
বংলা একাডেমির বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্ত্বরে সূর্যঘড়ির ১০৫ নম্বর স্টলে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম