সুইসাইড নোট | শিমুল মাহমুদ


লেখক 'শিমুল মাহমুদ' তাঁর 'সুইসাইড নোট' বইটি সম্পর্কে বলেন: -
চরিত্রগুলারে সামলাইবার পারি নাই, লাফাইতেও দিতে পারি নাই, আখ্যান বুলতে কিচ্ছু নাই : প্রথাগত উপন্যাস আপনাদের ভিত্রে যেইভাবে ডোবাহাজা গর্ত তৈয়ার কইরা রাখছে : যেইভাবে আপ্নেরা বিনোদন পাইবার সুরসুরিতে হাপুসহুপুস করেন : আর যেই বইগুলারে পণ্ডিতগুলান পুরস্কার দিয়া বিখ্যাত বানাইয়া দেয় সেই বইগুলার লাহান এইডা নয়। এইডা রেবেকা সুলতানার ভুলভাল জীবনের বিশৃঙ্খল বয়ান : যাহা সময় পরম্পনা মাইনা লইতে বাধ্য হয় নাই : বাধ্য হয় নাই গল্প বলতে। রেবেকার মতো আপ্নেও ভ্যাবাচেকা খাইবেন আর ভিত্রে ভিত্রে আপ্নেও বুঝবার পারবেন আপনার পাশে শুইয়া আছে সিজোফ্রেনিয়ার প্যাশেন্ট রেবেকা সুলতানা। যেইভাবে কমলকুমারের যশোধরা শুইয়া আছিল গঙ্গাতীরে অন্তর্জলী উদ্দেশ্যে আনিত সীতারামের বগোলে। তবে ইহা মোটেও কমলকুমারের অন্তর্জলী যাত্রা নহে: যদিও চিন্তা উদ্দীপক বয়ানগুলান উৎসর্গ করা হইয়াছে কমলকুমার মজুমদারকে। দয়া কইরা ট্রাডিশনাল পাঠকগণ ইহা পড়িবেন না: পড়িলে আমারে গাইলাইতে বাধ্য হইবেন।

সুইসাইড নোট
শিমুল মাহমুদ

পৃষ্ঠা ১২৮
মূল্য : ২৬০ টাকা।
প্রকাশক : নাগরী। স্টল নং ২২৮।

মতামত:_

0 মন্তব্যসমূহ