অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হলো সাজ্জাদ সাঈফ এর কবিতার বই ‘মায়ার মলাট’৷
বইটি প্রসঙ্গে লেখক বলেন,
ভাষার অনিশ্চয় থেকে সাঁতার শেখাতে হয় বাক্যকে, ক্ষেত্রবিশেষে হাঁটাচলা, এরপর কবিতা প্যান্ডোরার জারের মত কবির আক্রান্ত হৃদয় থেকে মুক্ত হয়ে ব্যাপ্ত হতে থাকে মানসকাঠামোর ভিতর, এমন নয় যে কবিতা উর্ধ্বলোকের রহস্যরস, যেমন হ্যামেলিন থেকে ইঁদুরেরা নির্বাসিত হয়ে গেছিলো আগন্তুকের বাঁশীর বাদনে, কবিতা বরং সেই নিগুঢ় সত্ত্বার যৌক্তিক ক্রোধ-মনস্কামনা-অন্তর্তাগিদ, আমি দূর থেকে দেখি আর কাছে থাকা কামনা করি, কাছাকাছি তুষারে মাখামাখি হয়ে শুনতে পাই দূরাগত ভায়োলিন, এমন কেউ আছেই কোথাও যার আশ্রয় কবিতার ভিতরেই, পরাক্রমের ভিতর শিথিল হয়ে আসা পেশিরও যেমন বলার থাকে অনেক কিছুই, কবিতা এমনই, এক একদিন বুকের ভিতরে কলম নিয়ে বসে পড়ে কোনো এক অন্য আমি। আর সংসারে যা কিছু বিদিত ও সংবেদী, তার পরিধিকে চক্কর কাটে কবিতা; আমি আসলে ক্রুদ্ধ পাখিদের রক্তঝরাকেও বলি শিকারীর কবিতা, যেনো তির তাক করে মহাশূন্যকে স্পর্শ করার স্পর্ধা, যেনো ঘুমের ঘোরে বহুদিন আগে মৃত স্বজনকে বিছানা হাতরে খোঁজা, একটা অনুসন্ধান, একটা একীভূত হবার প্রয়াস, মায়ার মলাটে এরকম জার্নিতেই পাঠক পাবেন রাষ্ট্র-রাজনীতি-প্রেম-অপ্রেম-সম্পর্ক ও ঘৃণাকবলিত বাংলাদেশের পূর্ণ বয়ান। ভালোবাসা, যেখানে আমার কবিতাসত্ত্বার নাম 'বাংলাদেশ' সেখানে মানুষই আরাধ্য, জন্ম ও মৃত্যু একেই বৃত্ত করে ঘূর্ণায়মান।
মায়ার মলাট
সাজ্জাদ সাঈফ
প্রকাশক: জেব্রাক্রসিং প্রকাশনী৷
প্রচ্ছদ: চারু পিন্টু৷
৭১ পৃষ্ঠার এ বইটির মূল্য ১৬৫ টাকা৷
বাংলা একাডেমির বইমেলায় জেব্রাক্রসিং প্রকাশনীর ৩২নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে৷
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম