ইবনে শামসের কথা—
আমি মূলত গল্প লিখিনি। বলেছি। যখন ভীষণ একা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, রাতে ছাদে বসে থাকি, দীর্ঘ রাত একা একা রাস্তায় হাঁটি, তখন নিজের সাথে গল্প করি৷ সেই গল্পগুলো নিয়েই বের হবে প্রথম গল্পের বই 'হেলেন এবং তার আত্মহত্যাপ্রবণ গোলাপগুলে'।
'আপনাদের এই সরাইখানাতে আমি মদ্যপ হয়ে ঘুরেছি বহুকাল। প্রেমিকার হাওয়াপ্রেমী উড়না পেঁছিয়ে ধরে গলায়— করেছি খুন নিজের পাপ ও অস্থিরতা।
রাস্তায় হেঁটে হেঁটে করে গেছি ফুটপাতের ধারে শুয়ে থাকা বিশ্বস্ত মানুষ ও মুখোশের সাথে গল্প।
হেলেন এবং তার আত্মহত্যাপ্রবণ গোলাপগুলো
ইবনে শামস
প্রচ্ছদ করেছে ইবনে শামস নিজে এবং প্রকাশ করেছে বিদ্যানন্দ প্রকাশনী।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম