কাগজ ফুলের বাহাস | শুভ নীল

কাগজ ফুলের বাহাস | শুভ নীল


প্রকাশিত হলো শুভ নীল এর মুক্তগদ্যের বই ‘কাগজ ফুলের বাহাস’৷ ১৮টি গদ্য নিয়ে এ বই৷

বইটির ভূমিকা: 
ধরুন আপনাকে একটা ঘটনা পড়তে বলা হলো। ঘটনাটি পড়ার পর আপনাকে জিজ্ঞেস করা হলো, ‘ঘটনাটি কী ছিল?’ উত্তরে আপনি যদি বলেন, ‘এটা কবিতা ছিল’। ঘটনার লিখিত রূপ দেখে কিংবা পড়ে যদি কবিতা মনে হয়ে থাকে, সেটা যেমন ভুল নয়, তেমনি আবার সঠিকও নয়। অথবা পড়ার পর আপনি বললেন, ‘এটা একটা সুররিয়েলিস্টিক পটভূমি ছিল’। তাহলে এই ক্ষেত্রেও আপনার ধারণা ভুল নয়, কিংবা সঠিকও নয়। কারণ আপনি গভীরে চলে গেছেন। আর গভীরে চলে গেলেই প্রকাশিত হয় সংশয়। আপনার এই গভীরে চলে যাওয়াকে কোনো নির্ধারিত ব্যাখ্যায় ফেলে দেয়া নিঃসন্দেহে দুরূহ কাজ। তারচেয়ে বরং একটা সীমানা ধরে বলা যাক। ধরা যাক পড়ার পর আপনি বললেন, ‘এটা একটা গল্প হতে পারতো, একটা মনঃসমীক্ষণের দলিল হতে পারতো, কিংবা হতে পারতো একটা উপন্যাস, কিন্তু কী হলো!’ এই জিজ্ঞাসার বিস্তারিত কথন কতটা যুক্তিসংগত হবে, আর যুক্তিকেই কেন টেনে আনতে হবে, সেটাও একটা বিষয়। সহজ কথায় ধাঁধাঁ ও দ্বিধার মতো শব্দে কখনো কখনো জটিলতা দেখা দেবে। আপনি পড়তে যেয়ে যে কারণে কোথাও কোথাও হারিয়ে যেতে পারেন, ছন্দভঙ্গে হতাশ হতে পারেন, কিংবা পড়া শেষ হবার আগেই ঘুমিয়েও যেতে পারেন। আর এইসব ধারণা নিয়েই শুরু হয় বাহাস। যে বাহাস প্রতিটা ঘটনায়, প্রতিটা কবিতায়, প্রতিটা পটভূমিতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। টানা গদ্যে এই যে বাহাস নির্মিত হলো, এটা কোনো দূর গ্রহের ধারণা নয়। প্রতিটা মানুষ দিন শেষে যেখানে ফিরে যায়, যেখানে ফিরে গেলে ভাবনা জগতের দ্বার খুলে যায়, ঠিক সেখানেই ফোটে ফুল, কাগজফুল।
সুতরাং বলা যেতেই পারে কাগজ ফুলের বাহাস আপনাকে তেমনিই কোনো গভীরতায় নিয়ে যাবে।

এটি লেখকের প্রথম বই৷ প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশনী৷

কাগজ ফুলের বাহাস
শুভ নীল

প্রচ্ছদ: রাজীব দত্ত৷

১২৫ পৃষ্ঠা এ বইয়ের দাম ১৭০ টাকা৷

বাংলা একাডেমির বইমেলায় জেব্রাক্রসিং প্রকাশনীর ৩২নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে৷

মতামত:_

0 মন্তব্যসমূহ