'আইয়ুব আল আমিন' এর "কামনা বাসনালয়" : কবিতাময় গদ্য বা গল্পময় কবিতা - চাষী সিরাজুল ইসলাম


'আইয়ুব আল আমিন' এর "কামনা বাসনালয়" : কবিতাময় গদ্য বা গল্পময় কবিতা - চাষী সিরাজুল ইসলাম

চাষী সিরাজুল ইসলাম

চিত্রশিল্পী আইয়ুব আল আমিনের প্রথম গল্পগ্রন্থ 'কামনা বাসনালয়' ধ্রুব এষের প্রচ্ছদে চিত্র প্রকাশনী থেকে এবারের বই মেলা-২০১৯ এ বেরিয়েছে।

বইটি আমি আগাগোড়া পড়লাম। পড়তে বসে তা একটানেই শেষ করতে হল। কারণ একটা গল্প শেষ হতেই আরেকটা গল্প আমাকে তীব্রভাবে টেনেছে। তাই বইটা একটানে শেষ করে একটা ভালোলাগার ঘোরে জড়িয়ে আছি। কিছু আত্মজিজ্ঞাসা আমাকে, প্রায় গল্প শেষ করার পরই তাড়িত করে বেড়াচ্ছে। সব মিলিয়ে আমি নতুন এক উপলব্ধিতে নিমগ্ন। এখানেই লেখকের সার্থকতা। লেখক শুধু নিছক আনন্দ দেননি। কিছু গল্পে আত্ম জিজ্ঞাসাতেও তাড়িত করেছেন।

৫৫টি গল্প নিয়ে এই বই। তিন,আড়াই, দুই সোয়া দুই পৃষ্ঠার ১৭টি গল্প। বাকীগুলো দুই, সোয়া দুই, তিন, চার লাইন বা পুরো এক পৃষ্ঠার।

দুই লাইনের গল্পও গল্প।
এই গল্পগুলো পড়ে আমার মনে হয়েছে আমি অনবদ্য এক একটি কবিতা পড়ছি। এসব কবিতায় গল্প যেমন আছে তেমনি দর্শনও আছে। আসলে এ গুলো কবিতা নয়, গল্প। অথচ কবিতাময় গদ্য বা গল্পময় কবিতা। বেশ নতুন ধরনের ফর্মের গল্প। দু'লাইনের কবিতা অথচ তা গল্প। এ সব গল্প খুব হালকা নয়। বেশ গম্ভীর এবং তাৎপর্যপূর্ণ। উদাহরণ হিসেবে দু'একটি গল্পের উল্লেখ করছিঃ

১. বৃদ্ধাশ্রম
তুমি যদি একটা বৃদ্ধাশ্রম বানাও তুমুল বাহবা পাবে। আর যদি কোনো বৃদ্ধাশ্রমে তোমার মাকে রেখে আসো। তাহলে তোমার মতো ঘৃণিতজন এই সমাজে কেউ নেই।
তবে সেই বাহাবাটা কিসের জন্য?
বুদ্ধাশ্রমটাই বা কি?

২. খোঁপা
এভাবেই,
এভাবেই তোমার চুলগুলো কষ্ট পায়। অথচ তুমি জানই না,
যখন খোঁপা করে বেঁধে রাখো অবলীলায়!!!

৩. অনুভব
আজ যে প্রেম তুমি দেখতে পাও কিন্তু অনুভব করতে পারনা, কাল এই প্রেমই তুমি অনুভব করবে শুধু, দেখতে পাবেনা।

৪. জীবিত মৃত
মৃত মানুষের চোখে লেখা থাকে মৃত্যুর কারণ,
আর জীবিতের চোখে দীপ্ত অবিশ্বাস।
ভালো না বাসলে বুঝবে না কোনো দিন;
কে জীবিত,অথবা কে লাশ।

ওঁর গল্প বা গদ্য কেমন তা ওর বইয়ের ফ্লাপেই এভাবে লেখা আছেঃ

প্রতিটি রচিত আখ্যানে পাঠক ডুব দেবে মায়ের আঁচলের শুভ্রঘাণে, গ্রাম্য কিশোরীর বিনুনীর মাঝে, হারাবে সারল্যমাখা ছেলেবেলার ডুবসাঁতারে।

এ গল্পের বইয়ে জেগে ওঠে প্রেম। জেগে ওঠে বিষাদ, জেগে ওঠে আত্মজিজ্ঞাসা।

প্রথম বই-ই পাঠকের মন কাড়বে এ আমার বিশ্বাস। আমি গল্পকার আইয়ুব আল আমিনের গুনমুগ্ধ পাঠক হিসেবে এ বইয়ের অভূত সাফল্য কামনা করি। আশা করি আইয়ুব আগামীতে তার গল্পঝুরি বা গল্পগাছা নিয়ে আমাদের আরো অভিভূত করবে, সে সম্ভাবনা তাঁর আছে। মেঘের আড়াল থেকে তা উঁকি দিচ্ছে। তাঁর দীর্ঘায়ু কামনা করি।

কামনা বাসনালয়
লেখক: আইয়ুব আল আমিন

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৯
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: চিত্রা প্রকাশনী
ISBN: 9789849395065
দাম: ১৬০ টাকা

মতামত:_

2 মন্তব্যসমূহ

  1. সান্তনা রায়১৭/৩/১৯, ৯:১৩ PM

    ক্ষুদে গল্প কয়েকটি পড়ে ভাল লাগল। বাঙলা ভাষায় ক্ষুদে গল্প লেখা হচ্ছে এটা ভাল খবর।

    উত্তরমুছুন

মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম