হালে সাহিত্যকে প্রগাঢ় একাকিত্বে যারা চেখে যাচ্ছেন , সরদার মোহম্মদ রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। মুক্তিযোদ্ধা ও বোদ্ধা এই কথা সাহিত্যিকের বাছাইকৃত সাতটি মোটামুটি বড়ো আকৃতির গল্প নিয়ে এই নির্বাচিত গল্প- নামক গ্রন্থটি।
'সুখের বসতি অনেক দূর' নামের এ গল্পে বেশ্যাবৃত্তি বেছে নেয়া এক তরণীর গল্প সকলকে বিমুগ্ধ করবে।প্রথম গল্প: একজন অন্তিম পলাতক। মুক্তিযুদ্ধের সময়কেন্দ্রিক বড়োগল্প। গল্পের স্পর্শকাতর অংশটি হচ্ছে: পিতা হয়ে নিজের সন্তানকে অপারেশনের নামে নিজের হাতে পৃথিবী হতে সরিয়ে দেয়া। কেন? কি কারণ? এ রহস্য জটের সমাধান মিলবে গল্পপাঠের পর।
দ্বিতীয় গল্পটিও মুক্তিযুদ্ধ নির্ভর সময়ের, খানিকটা। 'সুখের বসতি অনেক দূর' নামের এ গল্পে বেশ্যাবৃত্তি বেছে নেয়া এক তরণীর গল্প সকলকে বিমুগ্ধ করবে। বিমুগ্ধ করবে দেহব্যবসায়ে নিমজ্জিত হয়েও কি দারুণ দায়িত্ববোধ পালন করেছিলেন স্বামী সন্তানে, পরিবারের জন্য।
তৃতীয় গল্পটি সবচে বড়ো। বিমৃত বিভ্রান্তি নাম দেয়া এ গল্পটি এক চরিত্রহীনা নারীকে কেন্দ্র করে। তার পারিপার্শ্বিক জীবনের নানা উথান-পতনকে উপলক্ষ করে গল্পটি। গল্পের পরিণতি চোখে জল এনে দেয়।
গল্পের স্পর্শকাতর অংশটি হচ্ছে: পিতা হয়ে নিজের সন্তানকে অপারেশনের নামে নিজের হাতে পৃথিবী হতে সরিয়ে দেয়া।গ্রন্থটির অন্যান্য গল্পগুলি হচ্ছে- অবরোধ, প্রক্ষেপণ, অন্তর্লোকে অন্তর্লীন, বিষণ্ণ বালিকা।
প্রত্যেকটি গল্পই জীবনের নানা অভিজ্ঞতা, দর্শন, মতবাদকে উপস্থাপন করেছে।
------------------------
নির্বাচিত গল্প
সরদার মোহম্মদ রাজ্জাক
প্রকাশনী: শাহী পাবলিকেশনস
সময়কাল: ২০১৮
মূল্য: ২৫০টাকা
ISBN: 978-984-34-4043-3
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম